আমন্ত্রণ
বসন্ত বিদায় জানালাম ,
কোকিলের গান আর শুনবো না ৷
আবার , আসুক
সেই রোদেলা সকাল
আবার ,ঘুম ভাঙ্গুক
তীব্র রোদে ৷
আবার, চারিদিক মুখরিত হোক
আম -কাঁঠালের ঘ্রাণে ।
আবার তৃষ্ণার্থ পথিক
শুয়ে থাকুক ,অলস বটের তলে
আবার ,ক্লান্ত কৃষক
বৌ-এর কাছে জল চাইবে !
নীল আকাশ দেখে
সবাই বলবে __
বৃষ্টি হবে কবে ?
এতো , ক্লান্তির মাঝেও
বৈশাখ তোমায় আমন্ত্রণ !
বসন্তের এতো রঙ্গের মাঝেও
" বৈশাখ " তোমার রং অন্যরকম ৷
রচনাকাল : ১৩ /o৪/২০১১ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জয় নারায়ণ ভট্টাচার্য্য ১৫/০৪/২০১৭চমৎকার,ভাললাগা
-
সোহান শরীফ ১৪/০৪/২০১৭অনবদ্য।
-
জয় নারায়ণ ভট্টাচার্য্য ১৩/০৪/২০১৭সত্যি তাই,ভাললাগা
-
পলাশ ১৩/০৪/২০১৭এস হে বৈশাখ !! বেশ লেখাটা ।
-
সাইয়িদ রফিকুল হক ১৩/০৪/২০১৭ভালো।
-
মধু মঙ্গল সিনহা ১৩/০৪/২০১৭অনেক সুন্দর।