যারে পাখি যা
যারে পাখি যা __
তোর আপন ঘরে যা
যারে পাখি যা __
তোর আপন ঘরে যা
পরের তরে , পরেরও ঘরে
তুই অনেক খেটে মরলি ;
এবার , আপন ঘরে যা ।
এই ঘরে নেই
কালের কোন টান্
যা করেছো সব হবে , প্রমান ।
এই ঘরে নেই
মিথ্যেরও কারবার ।
পরের ঘরে বয়স করলে শেষ
কাজা রইলো ,
আপন ঘরের কাজ ।
কার কারোনে গড়লে গো
প্রাসাদ
কার প্রাসাদে ,কে আজ
মহারাজ !
পরের তরে ,পরেরও ঘরে
তুই বিধাই খেটে মরলি
এবার , আপন ঘরে __
গীতিকাব্য: ১০/০৯/২০১৬ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ০৯/০৪/২০১৭খুব সুন্দর।ধন্যবাদ।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৪/০৪/২০১৭বাস্তব এটিই। এটাই সত্যি ।
. ::ধন্যবাদ বন্ধু:::... -
কাজী রিদওয়ান রাকিব ০৩/০৪/২০১৭ভাল লাগল