www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার সুরে


তোমার প্রেমের সুরে
গেয়েছি গান - গেয়েছি গান
তোমার প্রেমের সুরে ।

অলঙ্কৃত হয়েছে অলকে
ঝরেছে বৃষ্টি
মোর পিপাসিত হৃদয়ে
সে,আজ বসন্ত
আয়োজনে মেতেচ্ছে ।
তোমারও প্রেমের সুরে

আমি কি করে মিটাব
তোমারই দান
বলো, তোমারই দান ।
অশ্রু কি নিবে ?

তোমার প্রেমের সুরে
আমি গেয়েছি এ গান
তোমারও প্রেমের সুরে
ও আখি দিয়েছে ভরসা
ও হাসি দিয়েছে কামনা
ও বাহু দিয়েছে মোরে আশ্রয়

তোমার প্রেমের সুরে
আমি গেয়েছি এ গান
তোমারও প্রেমের সুরে ।
কিছু দিতে পারিনি
তাই এ গান সঁপেছি তোমায় !
জানি, এ তোমার
চরণেও নাহি শোভা পায়
তবু, তোমার প্রেমের সুরে
আমি গেয়েছি এ গান
তোমারও প্রেমের সুরে ।

রচনাকাল : o৫/o৮/২০১৫ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৩/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুণ কবিতা।
  • গীতিধর্মী।
  • ছন্দময় কাব্য।।বাহ
  • রাবেয়া মৌসুমী ২০/০৩/২০১৭
    সুন্দর ,ছন্দের ..
  • যেন কাব্যিক ছন্দের বৃষ্টিস্নাত কবিতা

    বেঁচে থাকুক পাঠক হৃদয়ে আজীবন

    ধন্যবাদ
 
Quantcast