উদয়
সেইদিন বুঝেছি ,
অকুতোভয়ী কিভাবে জয় পায়
সেইদিন বুঝেছি ,জয়ের গান
হায়্-হায়্ মরিয়ান
সেইদিন বুঝেছি , দুঃখের নয়
আনন্দেরও অশ্রু থাকে !
যেইদিন আমার শির
নত হয়েছে তার চরন তলে
সেইদিন বুঝেছি ,
নত হওয়া অপমানের নয় ৷
বিষাদের সিন্ধুকে,
দূরে থেকে বড় আলোকিত মনে হয় ৷
সৌন্দর্যের গুন গান ,
গাইতেও ঘৃনা হয় ।
আবার অদৃশ্যকে
সর্বস্ব লুটাতেও বিশ্বাস হয়
প্রেমের ডালাতে ,
কাঁচের পেয়ালাতে ,
বিষপান করতেও ইচ্ছা হয় ?
সেইদিন বড় কাছে মনে হয়
যেইদিন রোদের কাছে
ঋনি হতেও লজ্জা হয় ৷
দক্ষিনের হাওয়াকে বড় স্বার্থপর লাগে ।
সেইদিন স্রষ্টাকে বড় ,
আপন মনে হয় ।
যেইদিন কুরআনে নয় ,
গীতায় নয় ,বাইবেলে নয়
স্রষ্টা আপন হৃদে উদয় হয় ৷
রচনাকাল : ৩০/o৬/২০১৩ ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাবেয়া মৌসুমী ১৪/০৩/২০১৭চমৎকার!
-
সাইদুর রহমান ১৩/০৩/২০১৭খু-ব সুন্দর।
-
সাইয়িদ রফিকুল হক ১৩/০৩/২০১৭সুন্দর হয়েছে।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৩/০৩/২০১৭খুব ভালো।