একুশ আর এসো না (শেষ অংশ)
একুশ তুমি আর এসো না ৷
বাবা ঘুমিয়ে আছে
প্রভাতফেরী, তার কাছে
Boring topic
ভিরের মধ্যে ফুল নিয়ে
বাঙ্গালির আদিখ্যেতা ।
ছুটির দিনে এর চেয়ে
ঘুম শ্রেয় !
একদিনের বাঙ্গালি সেজে
লাভ কি ?
সে দারুণ বাস্তববাদী ।
একুশ ,তুমি আর এসো না
মা ,ইংরেজিতে কম number পেলে
খোকাকে মারে ৷
বাংলা হোক যেমন তেমন
পাশ করলেই চলে ।
ইংরেজিতে লটা খেলে
দুর্গতি আছে পরে ।
তাই বলছি,
একুশ তুমি আর এসো না ।
এলেই ,আমার
কেমন জানি আত্মহারা লাগে
আমার,বুকের পাঁজরগুলো
মুড়মুড়িয়ে বাঁজে ,
বড় নেংটো লাগে ।
রাস্তায় তরুণ্যের গরম রক্ত
আমার হাত ভিজিয়ে ফেলে
কানের কাছে বারবার গুনগুন করে
কারা যেনও আজও বলে______
"রাষ্ট ভাষা বাংলা চাই
প্রাণের ভাষা বাংলা চাই "
রচনাকালঃo৮/০২/২০১৭ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২০/০২/২০১৭শুধু অপেক্ষা।
-
সাইয়িদ রফিকুল হক ২০/০২/২০১৭ভালো।
-
পরশ ২০/০২/২০১৭মজার তোঃ
-
তাবেরী ২০/০২/২০১৭অনেক মন মুগ্ধকর