www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একুশ আর এসো না (১ম অংশ)


একুশ ,তুমি আর এসো না
খোকা ঘুমিয়ে গেছে I
তার আর ভাল লাগে না
মায়ের ঘুম পারানি গান
কাজল দিদি,ঠাকুমার ঝুলি ৷
তার ভুবন রঙ্গিন টেলিভিশন
তার জীবন Cartoon Network ;
ইদানিং ,তার স্বপ্নে Doremon আসে ।
সে মাঝে-মাঝে হিন্দি ভাষায়
          কথা বলে ।
তাই শুনে ,
পাশের বাড়ির ,মতি চাচা
খোকার খুব তারিফ করে ৷

তাই বলছি ,
একুশ আর এসো না___!
স্কুল পড়ুয়া ছেলে রতন
ব্যাগ ছুড়ে মেরেছে ,মেঝেতে
সে আর স্কুলে যাবে না !
বাংলা মিডিয়ামে পড়ে
তার বলতে বড় লজ্জা হ্য় ।

একুশ ,তুমি  আর এসো না
বড়দা ,Music list থেকে
রবীন্দ্র ,নজরুল,লালনগীতি
 Delete করে ফেলছে ।
এগুলো  বড় ঘ্যানঘ্যনে
  আর সেকেলে ।
শরীরে Josh আসে না  ।
কলেজ পড়ুয়া  মেয়েটি
পাখি Dress নিয়ে  ব্যস্ত  ।
সন্ধ্যার পরে তাকে পাওয়া
         বড় দুষ্কর ৷
বাংলা সিনেমা
সে ভুলেও দেখে না ;
Third class , রুচিহীন
Friend circle যদি জানতে পারে
আর সম্মান থাকবে না  ।

রচনাকাল : o৮/০২/২০১৭ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আব্দুল হক ১৫/০২/২০১৭
    ধন্যবাদ!
  • রাবেয়া মৌসুমী ১৫/০২/২০১৭
    সুন্দর কথার মালায়..
  • ভালো লাগলো।
  • বাহ!
    চমৎকার আর দারুন সব
    সমসাময়িক অভিব্যক্তি
    নিয়ে সুন্দর শব্দ চয়নে
    সাজানো কবিতা

    ::::::ধন্যবাদ:::::::::::::::
 
Quantcast