মুশকিল- আসান
যত ঝুঁকিবে
তত দুঃখ ঘুঁচিবে
মহৎ হইবে শির ।
যত নুইবে মাথা
তত ছঁইবে বাঁধা
হইয়ো না বেসামাল ।
পশ্চিমেতো দুনিয়ার ,অন্ধকার
আছে রুহের আলেয়া ।
দেখিয়া আঁধার হইয়ো না মাতাল
ছিড়লে ছিড়ুক পাল
ভাঙ্গুক তরী ,এ যার মাল
তবুও উঠিবে না মাথা
দেখিবে না আসমান ।
কার আসমানে ,কার বাহাদুরী
কার সাগরে ,কার তরী
দেখি, এই পানি
আমায় কেমনে খায় ।
জবানে,লা ইলাহা ইল্লাল্লাহ
পরাণে রাসূলুল্লাহ
এই মুশকিল যাহার
আসানও তাহার ৷
আমার কিসের ভয় ?
আসুক তুফান ,আসুক ঝড় ।
রচনাকালঃ ২৭/০৯/২০১৫ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কাজী জুবেরী মোস্তাক ০২/০২/২০১৭সত্যিই অসাধারণ
-
কে. পাল ৩১/০১/২০১৭ভাল
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০১/২০১৭মুশকিল আসান হোক।
-
আলীমুশ্বান সাইমুন ৩০/০১/২০১৭nice