পিতা হওয়ার আগে (২য় অংশ)
কিন্তু, একজনকে আজও ভোলা যায়নি,
বাবু ,সে তোমার মা নয় !
নাম বললে ,বুঝে যাবে
থাক্ না ,একটু গোপানে
আমারও মনের আড়ালে ।
তোমার মাকে , নারী হিসেবে
ভালবাসতে পেরেছি কি না ?
তা আমি বুকে হাত দিয়ে
বলতে পারবো না ।
সময় এবং চাহিদা
আমাকে তার কাছে নিয়েছে ৷
কিন্তু, এটা সত্য
আমি ,আমার সন্তানের
মাকে অনেক ভালবাসি ।
আমাকে ,একটি সাঁজানো
সংসার দিয়েছে বলে ,
সেই স্ত্রীকে ভালবাসি ।
তোমার মা
আমাকে অনেক কিছু দিয়েছে ।
তাই ,আমিও কিছু জিনিস
দৃষ্টির অগোচরে রেখেছি
পৃথিবীতে , সবকিছু ___
দৃষ্টির সামনে চাওয়া
ঠিক নয়
হয় তো তাই ,
পৃথিবীতে ঈশ্বর নিরাকার ।
রচনাকাল : ২০/০৫/২০১৫ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২১/০১/২০১৭বেশ সুন্দর ! অনন্য কাব্য ভাবনায় বিমুগ্ধ !
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৫/০১/২০১৭গল্পটি বেশ! শুভেচ্ছা।
-
ইন্তিখাব আলম ১৫/০১/২০১৭ভালো।
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০১/২০১৭বুঝতে পারিনি।