অপূর্ণতা (শেষ অংশ )
আমার তো একটি বয়সও ছিলো
ক্রমে-ক্রমে তা বাড়তে ছিলো ।
আমার তো কিছু সময় ছিলো
ধীরে-ধীরে তা কমতে ছিলো ।
অনেক মানুষ বিয়োগ হল
হাসির ভিতর চিন্তা এলো
গল্পগুলো বস্তবতা পেলো
অশ্রুগুলো দীর্ঘশ্বাস হলো
আমার তুমিটা , অন্যের হলো
জোছনা আমার ঘুম হলো
বাতাস আমার ঘাম জুড়ালো
আগুন ,আমার চুলা খুঁজলো
বিকেল আমায় ,বাড়ি যাওয়ার তারাদিলো
থমকে যাওয়া পথ দিলো ।
আমার একটি স্বপ্ন ছিলো___
অপূর্ণতায় ভরা ছিলো !
জীবন আমায় অনেক দিলো,
আমার থেকে অনেক নিলো ।
রচনাকাল:o৯/o২/২০১৬ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ৩১/১২/২০১৬sundor hoisey...
-
সোলাইমান ২৬/১২/২০১৬ঝড় শেষে বেজে উঠুক মন ভুলানো মোহন বাঁশির সুর ৷
খুবই সুন্দর, অকৃত্রিম ভালবাসা ও শুভকামনা প্রিয় কবি ৷ -
মোঃ জুলফিকার আলী ২৫/১২/২০১৬সুন্দর কথামালা। ধন্যবাদ।
-
শমসের শেখ ২৫/১২/২০১৬সুন্দর লেখা ।
-
পরশ ২৫/১২/২০১৬অসাধারন