মঙ্গল চাহিছো
মঙ্গলও চাহিছো
প্রদীপো জ্বালিছো ।
মন ও তনু হেরেছো
নিদারুনো গেহো
কানড়ে-কানড়ে নত
পিরিত-মন হত
নিদারুনো ব্যথা ,
হেরেছে হৃদয়ও ।
পুষ্পে-পুষ্পে ব্যথা
তোমারও বেদনায় ।
কৃত্য হ্য় না , দিশা
চিন্ত মনো হেরা ।
শান্তি না মিলিলো
ক্লান্তি না পুঁজিলো ?
তৃষ্ণা তৃণ বিনা
নিদ্রা হরণ জিনো ।
রতনও গহনে
তোমারে চাহে যে ।
ইন্দ্রে-ইন্দ্রে জ্বলে
নিভান প্রেমও বাঁজে
গাঙ্গে -গাঙ্গে জারি
তবুও হয় না দেরি ।
ললাটেরও কাছে,
তুচ্চ বেদনা আছে
তুমিহে___বাজু দেনো
কি হয়েছে , রুঠা কেনও ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৫/১২/২০১৬চমৎকার কথামালায় সুন্দর ছন্দে দারুণ লিখেছেন কবি। ভাল লিখুন ভাল থাকুন সবসময় প্রিয় কবি।শুভেচ্ছা নিবেন।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৫/১২/২০১৬ভালো। কিন্তু ও- কার সংক্রান্ত বানানে সমস্যা রয়েছে।