www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিজয় অহংকার


আজ, বুক অহংকারে চিড়ে যায় !
মন, খুশিতে ভোরে যায় ।
আজ, বাংলা  স্বাধীন হয়েছে।
উঠেছে বিজয়ের ধ্বনি,
ওই সূর্য এখন মোদের ।
এখন, নতুন আলো পরছে গায়ে ।

আজ, আমরা স্বাধীন।
আজ, আমরা স্বাধীন বাংলাদেশী ।
বাবুই পাখির মত খোলা আকাশে উড়ি ,
কুনি -কুনি করে গড়ি মোদের নতুন বাড়ি।
রক্তের দামে,
বীরাঙ্গনার কলঙ্কের কালিতে কিনেছি এই বাড়ি।
ভাই, ও ভাই তোরা যত্ন করে রাখিস্ !
তার সম্মান তোরা রাখিস্।

আজ, বুক অহংকারে চিড়ে যায় !
চোখ জলেতে ভিজে যায়।
কুনি -কনি করে গড়ি মোদের নতুন বাড়ি।
তার দক্ষিণ ধারে জলাধার,
পূর্ব - পশ্চিম তৃণভূমি।
উত্তরে আসাম, মেঘালয়, হিমালয়।
দিয়ে যাচ্ছি এই সোনার খনি।

মর্ম করলে রতন পাবি,
যত্ন করলে স্নেহ পাবি !
অবজ্ঞা করলে ধূলায় মিশবি,
নিজ মাকে গালি দিবি ।
আজ, বুক অহংকারে চিড়ে যায় !
মন, খুশিতে ভোরে যায়।
আজ বাংলা স্বাধীন,
আজ আমরা স্বাধীন।

রচনাকাল  :১৪/১২/২০১০)ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আব্দুল হক ০৮/১২/২০১৬
    সুন্দর কথা
  • বিজয় দিবসের গাঁথা। শুভেচ্ছা।
  • বিজয় দিবসের শুভেচ্ছা রইল
 
Quantcast