গল্পশেষ
চিরচেনা আলেয়াতে
আর ঘুমবো না , মন জুড়াবো না ৷
অচিন গাঙ্গে ডুব পারিবো – পারিবো ৷
পরের মাকে , মা ভাকিবো
তার ছেলেরে ভাই ।
চিরচেনা আলেয়াতে
আর ঘুমাবো না , মন জুড়াবো না ৷
মা যে আমার কি সরলা
জল বুঝে দেয় চোখের ,
যারে বাজান , যারে গাঙ্গে
ফিরিস্ সাঁঝের আগে ৷
গল্প শুনে ঘুমাবি তুই
এই দুঃখীনির বুকে ৷
নতুন একটি গল্প বলি ,
চোখ বুঁজে শোন, বাবা ৷
এখন, সব পুতে ছেড়ে যায়রে
এই বুকেতে ব্যথা ।
কত পুতে রক্ত দিবো
আমার আঁচল রাঙ্গা ।
কত ঝিয়ের কাজনরে হায়্
এই আখিতে মাখা ৷
সেই পুতেগো লাগি
মনটা , আমার করে খা-খা
আমার মনটা ফাঁকা , বাবা
আমার মনটা ফাঁকা ৷
আমার সেই পুতেরা
কবে ফিরবে?
তাইতো , বেঁচে থাকা ।
জানি আমার গল্পশেষে
যাবিরে তুই চলে
পরের মাকে , মা ডাকিবি
গল্প শোনার লোভে ৷
রচনাকাল :২৫/০৮/২০১৪ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দেবজ্যোতিকাজল ২৭/১১/২০১৬ভালো লিখেছ
-
জহির রহমান ২৫/১১/২০১৬মূলগল্প বুঝিনি
-
সাইয়িদ রফিকুল হক ২৫/১১/২০১৬ছবির সঙ্গে কবিতার সাদৃশ্য কতটুকু?