www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গল্পশেষ


চিরচেনা আলেয়াতে
আর ঘুমবো না , মন জুড়াবো না ৷
অচিন  গাঙ্গে  ডুব পারিবো – পারিবো ৷
পরের মাকে , মা ভাকিবো
    তার ছেলেরে ভাই ।
চিরচেনা আলেয়াতে
আর ঘুমাবো না , মন জুড়াবো না ৷

মা যে আমার কি সরলা
জল বুঝে দেয় চোখের ,
যারে বাজান , যারে গাঙ্গে
ফিরিস্ সাঁঝের আগে ৷
গল্প শুনে ঘুমাবি তুই
এই দুঃখীনির বুকে ৷

নতুন একটি  গল্প বলি ,
চোখ বুঁজে শোন, বাবা ৷
এখন, সব পুতে ছেড়ে যায়রে
এই বুকেতে ব্যথা ।
কত পুতে রক্ত দিবো
আমার আঁচল রাঙ্গা ।
কত ঝিয়ের কাজনরে হায়্
এই আখিতে মাখা ৷
সেই পুতেগো লাগি
মনটা , আমার করে খা-খা
আমার মনটা ফাঁকা , বাবা
আমার মনটা ফাঁকা ৷

আমার সেই পুতেরা
     কবে ফিরবে?
তাইতো , বেঁচে থাকা ।
জানি আমার গল্পশেষে
যাবিরে তুই চলে
পরের মাকে , মা ডাকিবি
গল্প শোনার লোভে ৷

রচনাকাল :২৫/০৮/২০১৪ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দেবজ্যোতিকাজল ২৭/১১/২০১৬
    ভালো লিখেছ
  • জহির রহমান ২৫/১১/২০১৬
    মূলগল্প বুঝিনি
  • ছবির সঙ্গে কবিতার সাদৃশ্য কতটুকু?
    • কবিতারটি বাংলাদেশের এই সব সন্তানদের জন্য যারা দেশের খেয়ে পরে অন্য দেশে যতে ইচ্ছুক ।এবং তাদের জ্ঞান বুদ্ধি দেশের কোন কাজে আসে না ফলে দেশ একটি বাঁধার মধ্যে থাকে ।
      এখন পড়লে সাদৃশ্য বুঝতে পারবেন আশা করি।
      অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য কবি
 
Quantcast