পথের বালি
আকাশ বড় বিশাল ,
আমি সইতে না পারি ।
বাতাস বড় উদার ,
আমি নিতে না পারি ।
জলের কাছে গিয়ে আলোর সন্ধ্যান করি
আলো- জলের ফুল শয্যা ,
দেখেছে পথের বালি ।
পথের ধারে দেখতে তাহা
গিয়েছি বারেং- বার
অবুঝ আমার মন
যে করেছে হা-হাকার
তাকে ধরতে গেলে , যায় না পাওয়া
বুঝতে গেলে , হয় না বোঝা
এ কেমন মিলনরে হায়্
পথের ধূলাও বোঝে
আমি বুঝি না হায়
এ কেমন অনুরাগ গো , মহির ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুজিত মান্না ১০/১১/২০১৬পড়লাম । ভালো তবে মন লাগলো না
-
অঙ্কুর মজুমদার ০৫/১১/২০১৬besh
-
সাইয়িদ রফিকুল হক ০৫/১১/২০১৬বেশ। তবে আরেকটু এডিট করলে ভালো হতো।