www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছন্নছাড়া


মোরে, অপমান কোরো
সহিয়া নিবো ।
মোরে , ঘৃনা কোরো
মানিয়া লইবো ।
কিন্তু, করুণা কোরো না !
ও মুই সঁইতে পারিনা
করুনার দৃষ্টি ,
মোরে নিকৃষ্ট করে নিজের নয়নে ।

তোমরা তুচ্ছ বলে গালি দিয়ো
ঠাট্টা করো,
কানাকানি করে হেসো ।
কিন্তু, করুণা করো না
দানের হাত বারিয়ে দিয়ো না ,
দান , মোরে পরক্ষে মারে
তোমরা হিংসার নজরে দেখো
অর্কমা বলো
কিন্তু , আহারে বলে
মাথায় হাত রেখো না।
দৃষ্টি কটু করো
পাশ এড়িয়ে চলো
দেখলে , না চেনার ভান করো
কিন্তু, কাঁধে হাত রেখে
করুণার বাক্য , বলো না
ও মুই সইতে পারিনা
করুনার বাক্য- আমায় আক্সন্ত করে
মরণ ব্যধিতে ।
আমায় নষ্ট বলো
ছন্নছাড়া বলো
বেয়াদব , আক্কেল হীন বলো
কিন্তু , আশ্রয় দেয়ার জন্য
দু'হাত বারিয়ে দিও না ।

আমি দু'গাল ভরে থাপ্পড়
খেতে রাজি আছি ।
কিন্তু, এক পা ধরে
ক্ষমা চাইতে রাজি নেই ।
আমি দৃষ্টিহীন হতে পারি ,
কিন্তু দৃষ্টি নত করতে পারবো না ।
আমি ভুল করে – করে
শিখতে চাই ।
কাদঁতে – কাদঁতে , হাসতে চাই
তোমার শিখানো
পথে চলতে চাই না
তোমার কৌতুকে
হাসতেত্ত চাই না ।

রচনাকাল : ২৮ / o৬ / ২০১৬ ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৬২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/১০/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • salina ১৫/১০/২০১৬
    valo laglo pore....best of luck...... :)
  • salina ১৫/১০/২০১৬
    valo laglo pore....best of luck :)
  • পরশ ১৩/১০/২০১৬
    জাক্কাস
  • রাবেয়া মৌসুমী ১৩/১০/২০১৬
    কবিতাটা ভালো হলে ও,এ মুই শইতে পারিনা,কেমন যেন..।একটু ভেবে দেখেবন।
 
Quantcast