নেই সেই প্রণয়
বোঝা গেছে , তোমাদের মাঝে
আর নেই , সেই প্রণয় |
বোঝা গেছে , তোমাদের আবেগ
বারান্দার তারে শুকাচ্ছে |
সেই কাজলের , তারিফ করা
হয় না আর কবিতার |
লুকানো চোখে , তার খোঁপা বাঁধা
আর হয় না দেখা ,
আর হয় না দেখা |
ছাদে ঝোলানো , তার শাড়ির ঘ্রাণে
আর জাগে না কামনা |
বোঝা গেছে , তোমাদের মাঝে
আর নেই , সেই প্রনয় |
অফিস থেকে , তার কাছে
নেই যাওয়ার তারা |
আর প্রতিরাতে পরানো হয় না
তাকে বকুল মালা |
আয়নায় বসানো, তার টিপগুলোকে
আর হয় না ছোয়া |
বোঝা গেছে , তোমাদের মাঝে
আর নেই , সেই প্রণয় |
বোঝা গেছে , তোমাদের আবেগ
বারান্দার তারে শুকাচ্ছে |
আর শার্টের পকেটে
হাত দিয়ে , পাই না ,
তার না বলা ভালবাসা |
মানিব্যাগে শুধু বাজারের লিস্ট ____
আলু, বেগুন, করলা __
ফোনে আর আসে না
Miss করি তোমায়
আসে শুধু, বাবুর ছুটি সাড়ে পাঁচটায় |
তুমি , সবাইকে দৃষ্টি দিয়ে
করলে আমায় একাকি |
বোঝা গেছে , তোমাদের মাঝে
আর নেই , সেই প্রণয় |
বোঝা গেছে , তোমাদের আবেগ
বারান্দার তারে শুকাচ্ছে |
রচনাকালঃ ২০১৬ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কালপুরুষ ০২/১০/২০১৬খুব ভালো লাগলো
-
রোজারিও ০২/১০/২০১৬মনে হয় ভালই!
-
সাইয়িদ রফিকুল হক ০১/১০/২০১৬ভালো।
-
অঙ্কুর মজুমদার ০১/১০/২০১৬vlo
-
মোনালিসা ০১/১০/২০১৬আমেইজিং
-
আনিসা নাসরীন ০১/১০/২০১৬খুব সুন্দর।
অন্যরকম একটা লেখা। -
মোহাম্মদ কামরুল ইসলাম ০১/১০/২০১৬অনেক সুন্দর কথাগুলো কাজে লাগবে।
শুভেচ্ছা রইলো।