বেকার জীবনটা
তোমার কান্না ভেজা চোখ
আমার বেকার জীবনটা ।
তুমি চাইছো ,
শুধু আমায়___।
আমার দৃষ্টি, কি দেবো তোমায় ?
আর হলো না , ভালবাসা
তুমি তোমায় নিয়ে থাকো
আর হলো না , কাছে পাওয়া
তুমি যা ভাল বোঝ ।
আমার জীবন, আছে পরে
আমি কি করে নেই , ঘরে তুলে ?
তোমার পায়েল ছুড়ে দেয়া
আর থমকে বসে পরা ।
তুমি ভাবছো , কাঁদছি না
আমি স্বার্থপর ভারী
প্রেমের খেলা, খেলে
আমি তোমায় ছেড়েছি__।
হায়রে বাস্তবতা
আমায় আর কত পোড়াবি
হায়রে বাস্তবতা
কেন আগে বুঝলি না ?
জেনে শুনে কেনও
তুই প্রথম, পা বাড়ালি না ।
আর হলো না , ভালবাসা
আমায় ক্ষমা কর
কোন প্রশ্ন করো না
জবাব আমার নেই ।
আমি বাঁচবো কি করে
তা,আমার জানা নেই ।
তুমি তোমার মত থাকো
তাই করো,
যা ভাল মনে কর
তুমি তোমার মত থাকো !
রচনাকাল : ২৫/০৫/২০১৬ইং
blogger
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৮/০৯/২০১৬very nice
-
ফয়জুল মহী ০৪/০৯/২০১৬মনের ভাবনার দারুন প্রকাশ
-
অঙ্কুর মজুমদার ০৪/০৯/২০১৬vlo.....
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০৯/২০১৬আত্মবিশ্বাসে ফিরে আসে ভালোবাসা!
-
মাহাবুব ০৪/০৯/২০১৬কবিতাটা সুন্দর
-
সোলাইমান ০৪/০৯/২০১৬সুন্দার