তুমি কত ছোট
নিজেকে কেনও এতো
বড় মনে কর ।
যে অন্যকে সম্মান দিতেও
সংকোচ হয় ।
এখানেই প্রমাণিত
ভাই, তুমি কত ছোট ।
আর ওই গুণীজন, নিজেকে
সাগরের একফোঁটা জল, ভাবিতেও ভৃত্য ।
ভাই, তুমিতো নিজেকে
আসমানও মনে কর
এখানেই প্রমাণিত
তুমি কত ছোট ।
তুমি মুখ উঁচু করে
আকাশ দেখো না
নিজেকে খর্ব ভাবিতে হবে তাই ।
চারিদিকে দেখো , আকাশ নামিয়া গেছে
আসলেই কি তাই ?
যাহা বড় ,তাহা মানিয়া লইতে
কোন লাজ নাই ।
যে হয়েছে মহত ,
দৃষ্টি দেখেছে মাটি
শির ছুঁয়েছে আসমান ।
আমি কৃতজ্ঞতা জানাই
সেই নিঃপাপ
যার দেহে, অহংকার পায়নি
আশ্রয় ।
(সংক্ষিপ্ত )
রচনাকাল :২৫/১০/২০১৫ইং
house of poetry
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অঙ্কুর মজুমদার ২৭/০৮/২০১৬vlo
-
স্বপ্নময় স্বপন ২৭/০৮/২০১৬চমৎকার!
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৮/২০১৬বিষয়টি চমৎকার।
-
মোনালিসা ২৭/০৮/২০১৬খুব ভাল লেখা।