রূপসী
জানি না,
ওই সূর্য কি , তোমার নাম নেয় ?
জানি না,
ওই প্রথিক কি ,তোমার কথা কয় ?
জানি না,
ওই পাখি কি ,তোমার সুরে গায় ?
একটি কথা জেনে রেখো ___
আমি কাউকে না ভালবাসিতাম
শুধু ,তোমাকেই ভালবাসিলাম!
ওই সূর্য, যদি তোমার নাম নিতো
আমি তার কৃতদাস হয়ে থাকিতাম ।
ওই প্রথিক যদি তোমার কথা বলতো
তবে, আমি তার তৃষ্ণা মেটাতাম।
ওই পাখি , যদি তোমার সুরে গাইতো
আমি তার জন্য গান লিখিতাম ।
এই প্রকৃতির প্রতিটি ,অঙ্গের মাঝে
তোমাকেই খুঁজে পাইতাম ।
তোমাকে দেখিবার আকুতি,
মোর নয়নই জানে,সে কতবার ভিজে ।
মোর মনই জানে , সে কতবার ভাঙ্গে ।
এই ধরণী যদি ,
তোমার রূপে সাজতো
তবে , ধরণীতে বহুকাল বাঁচার আশা করিতাম
কিন্তু হায়্
এ রূপ নেই কারো মাঝে
তুমি ভিন্ন রঙ্গে সাজোগো সখী ___
ভিন্ন রূপে__ রূপসী ।
রচনাকাল :০২/০৬/২০১১ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৬/০৯/২০১৬বেশ ভাল তো।
-
মোঃ সরব বাবু ২২/০৮/২০১৬সূর্য -পথিক যে তার নাম নিলেই তাদের ভালবাসতে হবে এমন তো নয়। তার ভালবাসায় তাদেরকে ভালবাসতে হবে। অন্তরে আসবে তবেই সর্বময় ভালবাসা।
-
অঙ্কুর মজুমদার ২১/০৮/২০১৬..vlo
-
মোবারক হোসেন ২০/০৮/২০১৬ভাল লাগলো
-
মোনালিসা ২০/০৮/২০১৬খুব ভাল
-
সাইয়িদ রফিকুল হক ২০/০৮/২০১৬আবেগ আছে।