www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ক্ষমা করো মুজিবুর


ক্ষমা করো মুজিবুর ;
আমরা বন্ধুর অর্থ বুঝিনি ,
 ক্ষমা করো মুজিবুর ।
তোমার উপকারের প্রতিদান
 এই , ভাবে দিয়েছি  !

পাক-বাহিনীও যে বুকে
তাক করতে পারে নি অস্ত্র
সেই বুকে বুলেট বিধিয়েছি ,
ক্ষমা করো মুজিবুর ।
আমরা বন্ধুর মর্ম দিতে পারিনি,
ক্ষমা করো মুজিবুর
আমরা একটি পরিবার হতে পারিনি
       ক্ষমা করো মুজিবুর  ।

তোমার শিশু ছেলে
রাসেলকেও একটু ছাড় দিতে পারিনি ।
ক্ষমা করো মুজিবুর , ক্ষমা করো  ।
আমরা স্বাধীনতা বুঝিনি
যে স্বাধীনতার জন্য তুমি লড়েছো
সংগ্রাম করেছো , উজ্জীবিত করেছো জনতা  ;
সেই স্বাধীন দেশে
তোমার রক্ত ঝরিয়েছি
ক্ষমা করো মুজিবুর  , ক্ষমা করো  ।

তুমি বলেছিলে , রবিঠাকুর
       আপনি  ভুল বলেছেন ।
বাঙ্গালী আজ মানুষ হয়েছে
আসলে মুজিব ,
    তুমিই ভুল বুঝেছো ।
ক্ষমা করো মুজিবুর
আমরা বিশ্বস্ত  হতে পারিনি
আমরা বন্ধুর মর্যাদা দিতে পারিনি
ক্ষমা করো- ক্ষমা করো মোদের মুজিবুর ।

মুজিবুর  ,১৫ই আগষ্ট তোমার দেহ
মাটিতে লুটিয়ে পরেনি ,
বাংলার সম্মান লুটিয়ে পরে ছিলো ।
সেদিন তোমার মৃত্যু হয়নি
বাংলার অপমান হয়েছে ।
সেদিন তোমার পরিবার নিহত হয়নি
বাংলা কলঙ্কিত হয়েছে ।
ক্ষমা করো-  ক্ষমা করো মুজিবুর

তোমার মৃত্যুর দায় ,
     বাংলা সইতে পারবে না
ওই দেহের ভার
     বাংলা দিতে পারবে ।
ক্ষমা করো-ক্ষমা করো মুজিবুর
না হয় , অবুঝ ভেবে
ক্ষমা করো-ক্ষমা করো মুজিবুর।
বাংলা আজ বন্ধুহারা  
প্রিয়জন হারা _____
           বড় একেলা
          বড় একেলা  ।

রচনাকাল :০১/০৩/২০১৬ইং
( সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে, এই কবিতাটিতে কোনো রূপ রাজনৈতিক ব্যখ্যা খুঁজবেন না । ব্যক্তি হিসেবে অনেকেই আমার পছন্দ ,শেখ মুজিবুর রহমান ও তাদের মধ্যে একজন )
http://rukhanakash.blogspot.com/?m=1
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৮/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবিতার চেয়ে আবেগ বেশি।
  • পরশ ০৯/০৮/২০১৬
    খুব ভাল
  • স্বপ্নময় স্বপন ০৯/০৮/২০১৬
    ভালো লাগলো!
 
Quantcast