www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কোমল রাগ

কিসেরও লাগি
জল ছিটালে
সমীরণ লাজে মরে ।
ওর হয় নাহি ভুল ?
দিবসও রাতে
কি জ্বালা দেয় গো চোখে ।

প্রেম না,কামনা
হৃদয়ের ধারণা
সব মিছে করে দেয়।
দাড়ায়ে বাতায়নে কি বাতাস
দেহে লাগে,
তার লোভে মন কাঁদে !

কাজলের অশ্রুতে
কবি যায় কি লিখে ?
অভিশাপ দেই তোরে
যা ,অকালে মরে ।
ফুলেরও চাদরে
জড়িয়ে না নিয়ে !
লিখিছো কবিতা
আমারও বুকে ।
এলোমেলো শ্বাস
হইছে কৃত
কোমল রাগে (অনুরাগ )
কটিরও দোলন
দাও না কবি
এ রাতের দাবি____।
আর কত আঁকিবে ছবি
না ছুয়ে আখি , অঞ্জনি ।
না দেখিলে ঢেউ
না নামিলে জলে
যায়,কি শেখা সন্তরণ ।

(সংক্ষিপ্ত)
রচনাকাল :০৭/০৩/২০১৬ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোবারক হোসেন ১৯/০৭/২০১৬
    অেনক ভাল।
  • গোপেশ দে ১৭/০৭/২০১৬
    ভাল লাগল কবিতাটি
  • আরিফ মুহাম্মদ ১৬/০৭/২০১৬
    ভাল।
  • পড়লাম। কিন্তু কিছু-কিছু লাইনের অর্থ বুঝতে পারিনি।
  • সজীব ১৬/০৭/২০১৬
    কিছু বলব না পড়ে চলে গেলাম এতটুকু বলব চালিয়ে জান
 
Quantcast