খোঁজ
অামায় চিনতে চেওনা গভীর ভাবে।
যদি চিনতে যাও,
ঘুম অাসবে না গভীর রাতে।
বলবে,
ওই চাঁদ দেখে বড় একলা লাগে
বিছানার পাইচারি বাড়বে
হঠাৎ করে এমনিতেই হাসবে।
অামায় যদি চিনতে যাও,
একা-একা কথা বলবে
নিজের অজান্তেই,নখকাঁটবে
অায়নার সামনে দাড়িয়ে
বারবার নিজেকে দেখবে।
শীতের সকালে,
উষ্ণতা পেতে অামায় চাইবে।
দুপুরের একলা পথে,
অামার হাতটি ধরে,হাঁটতে চাইবে।
সকল ক্লান্তি ভুলে,
অামার কথা শুনতে চাইবে।
Please অামাকে চিনতে চেও না
ভাল ভাবে।
নতুন স্বপ্ন দেখবে
ভবিষ্যৎ নিয়ে কথা বলবে
অতীত নিয়ে হাসবে,
অার,বর্তমান ভুলে যাবে !
দয়া করে, অামায় বোঝার
চেষ্টাও করো না।
নিরবে কাঁদবে
বাম হাত কাঁটবে !
অসহায় লাগবে
শুধু মৌনতা খুঁজে পাবে।
না থাক্,
অামায় বুঝতে চেও না।
অনেক সম্পর্ক ভাঙ্গবে
হৃদয় অাঘাত পাবে
না পাওয়ার ক্ষুধায় ভুগবে।
নিজেকে তুচ্ছ করে তুলবে
অন্যের তরে বেঁচে থাকবে।
অামায় পাওয়ার চেষ্টায়
তুমি হারবে !
অাবার,অন্য মুখে তুমি
অামায় খুঁজতে যাবে।
জানি না,এই জীবনে,তুমি
অামায় কবে পাবে ?
তাই বলি,অামায় খুঁজো না
ধরতে যেও না।
যারা পেয়ে ছিলো,
তারা অামায় বোঝেনি।
যারা পায়নি,তারা অামার
খোঁজ ছাড়েনি ।
রচনাকাল :২৫/১০/২০১৫ ইং
যদি চিনতে যাও,
ঘুম অাসবে না গভীর রাতে।
বলবে,
ওই চাঁদ দেখে বড় একলা লাগে
বিছানার পাইচারি বাড়বে
হঠাৎ করে এমনিতেই হাসবে।
অামায় যদি চিনতে যাও,
একা-একা কথা বলবে
নিজের অজান্তেই,নখকাঁটবে
অায়নার সামনে দাড়িয়ে
বারবার নিজেকে দেখবে।
শীতের সকালে,
উষ্ণতা পেতে অামায় চাইবে।
দুপুরের একলা পথে,
অামার হাতটি ধরে,হাঁটতে চাইবে।
সকল ক্লান্তি ভুলে,
অামার কথা শুনতে চাইবে।
Please অামাকে চিনতে চেও না
ভাল ভাবে।
নতুন স্বপ্ন দেখবে
ভবিষ্যৎ নিয়ে কথা বলবে
অতীত নিয়ে হাসবে,
অার,বর্তমান ভুলে যাবে !
দয়া করে, অামায় বোঝার
চেষ্টাও করো না।
নিরবে কাঁদবে
বাম হাত কাঁটবে !
অসহায় লাগবে
শুধু মৌনতা খুঁজে পাবে।
না থাক্,
অামায় বুঝতে চেও না।
অনেক সম্পর্ক ভাঙ্গবে
হৃদয় অাঘাত পাবে
না পাওয়ার ক্ষুধায় ভুগবে।
নিজেকে তুচ্ছ করে তুলবে
অন্যের তরে বেঁচে থাকবে।
অামায় পাওয়ার চেষ্টায়
তুমি হারবে !
অাবার,অন্য মুখে তুমি
অামায় খুঁজতে যাবে।
জানি না,এই জীবনে,তুমি
অামায় কবে পাবে ?
তাই বলি,অামায় খুঁজো না
ধরতে যেও না।
যারা পেয়ে ছিলো,
তারা অামায় বোঝেনি।
যারা পায়নি,তারা অামার
খোঁজ ছাড়েনি ।
রচনাকাল :২৫/১০/২০১৫ ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ০৭/০৫/২০১৬সুন্দর লাগলো কবিতা, শুভেচ্ছা কবিবর।।।
-
পরশ ১১/০৪/২০১৬খুব সুন্দর
-
মাহাবুব ০৯/০৪/২০১৬আমায় চিনতে চেওনা গভীর ভাবে, কবি, সুন্দর শুভেচ্ছা।
-
দ্বীপ সরকার ০৯/০৪/২০১৬সুন্দর লেখা।
-
শ.ম. শহীদ ০৯/০৪/২০১৬সুন্দন!