www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পিতা হওয়ার অাগে (১ম অংশ)

বাবু,
তুমি,অামার সম্পর্কে জেনে জেনে
বেশ অবাক হচ্ছো।
অাসলে,অামি তোমার
পিতা হওয়ার অাগে
একজন পুরুষ ছিলাম,
যুবক ছিলাম,তরুণ ছিলাম
কারো সন্তান ছিলাম।

অামিও অনেক অাড্ডা মাতিয়েছি
গল্পের অাসর জমিয়েছি।
অামিও কারো বন্ধু ছিলাম
রাস্তায় মারামারি করতাম
অকথ্য ভাষায় গালি দিতাম।
অার,গলা ছেড়ে গান গাইতাম।
তুমি,যখন গাও
অামি তাকিয়ে থাকি,
এটা কি অামার,অাবার শুরু?
তুমি ভাবো,বাবা রাগ করছে
অাযানের সময় যে
হয়ে অাসছে।
*** *** **** ****
******* **** **** ***

অামি তোমার,পিতা হওয়ার অাগে
তরুণ ছিলাম।
বারে- বারে,তরুণীর প্রেমে পরতাম।
কত মিথ্যা ছলনায়,
তার হাতটি যে ধরতাম।
চারিদিক চেয়ে, নিরবতা পেলে
চুমু খেয়ে বসতাম।

এই কিছু দিন অাগে,
এক প্রেমিকাকে দেখলাম
স্বামীর হাতে,হাত রেখে।
অামার চোখে,
চোখ মিলাতে পারে না।
ইস্,কত লজ্জা ওই চোখে।
অার,সে-ই একসময়
এই কাঁধে মাথা রেখে
কত হাওয়া খেতো, বন্ধ ঘরে।

রচনাকাল :২০/০৫/২০১৫ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৩/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • হৃদয় ভৌমিক ২৯/০৩/২০১৬
    অসাধারণ সুখী কল্পনা-দারুন ভাবপ্রকাশ -ভালো থাকুন -
  • শ.ম. শহীদ ২৮/০৩/২০১৬
    বাহ্! খুব ভালো লাগলো পুত্রের কাছে বাবার জবানবন্দী এখানে কবিতা রূপে। শুভেচ্ছা।
  • সুলিখিত।
  • পরশ ২৭/০৩/২০১৬
    সহমত
  • nsu friend ২৭/০৩/২০১৬
    বাহ। খুব ভাল
 
Quantcast