জাদুরে
জাদুরে,
পরের ঘরে,বসত করা কি যায়?
জাদুরে,
পরের রঙ্গে,সাঁজা কি যায়?
অামার দুঃখে,অামার নয়ন ভেজে
পরের কি?
অাসে-যায়
জাদুরে,পরে শুধু বেদনাই জানায়
জাদুরে,পরে সহবেদনাই জানায়।
দূরে গেলে, হাসে মিলে
মজাই উড়ায়____।
জাদুরে,পরে অাপন
হয়েছে যে কার?
জাদুরে পরের তরে বাঁচা বড় দায়।
অামার হার, অামায় ভাবায়
অামায় ধরে খায়।
জাদুরে,
পরে শুধু করুণা জানায়
জাদুরে,পরে শুধু জয়ের মালা চায়।
পরেরে বাদ দিয়ে চলো
"অাপনে" বাঁচি।
জাদুরে,
অাপনারে,অাপনি রাঙ্গি।
গীতিকাব্য :২১/১১/২০১৫ইং
পরের ঘরে,বসত করা কি যায়?
জাদুরে,
পরের রঙ্গে,সাঁজা কি যায়?
অামার দুঃখে,অামার নয়ন ভেজে
পরের কি?
অাসে-যায়
জাদুরে,পরে শুধু বেদনাই জানায়
জাদুরে,পরে সহবেদনাই জানায়।
দূরে গেলে, হাসে মিলে
মজাই উড়ায়____।
জাদুরে,পরে অাপন
হয়েছে যে কার?
জাদুরে পরের তরে বাঁচা বড় দায়।
অামার হার, অামায় ভাবায়
অামায় ধরে খায়।
জাদুরে,
পরে শুধু করুণা জানায়
জাদুরে,পরে শুধু জয়ের মালা চায়।
পরেরে বাদ দিয়ে চলো
"অাপনে" বাঁচি।
জাদুরে,
অাপনারে,অাপনি রাঙ্গি।
গীতিকাব্য :২১/১১/২০১৫ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৪/০৫/২০১৬আরো ভাল লিখুন, ভাল থাকুন।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৪/০৫/২০১৬ভাল!
-
প্রদীপ চৌধুরী. ০৫/০৩/২০১৬লেখাটা পড়ে তেমন ভাল কিছু খুঁজে পেলামনা, অনেক গাফলতি আছে| আরও ভাল লিখুন ধন্যবাদ