অবাধ্য স্মৃতি
তোমার স্মৃতির পৃষ্ঠা উল্টে,
অামার নিঃশ্বাস নিতে হচ্ছে।
তবু,তোমার গল্প
বলা হয় না কাউকে।
এ কেমন ব্যথা
পুষে রাখতে ইচ্ছে করছে !
আর, তোমার নাম
লিখে লিখে ছিঁড়ে ফেলছি।
খোলা আকাশের দিক তাকিয়ে
কি যেনও,কি খুঁজছি
এই ভোরে কেনও চাঁদের আশা করছি।
গন্তব্য হারিয়ে, বক্ররেখায় চলছি
ইদানিং বড় বিচু্যতিতে ভুগছি।
সাগরকে মনে হয়,
ধরণির নোনা অশ্রু
সে কি দুঃখে যে কাঁদছে ?
তাই মন ভাবছে
তার দুঃখ দেখে
নিজের দুঃখ,একটু হলেও কমছে।
অামি সেই নাবিক হয়ে যাচ্ছি
যার চারিপাশে, অসীম সাগর
তবু পিপাসা নাহি মিটছে।
তোমার স্মৃতির পৃষ্ঠা উল্টে,
অামার নিঃশ্বাস নিতে হচ্ছে।
তবু,তোমার গল্প
বলা হয় না কাউকে।
আমি অক্ষর মেপে হাটছি
আর ইঞ্চিতে ভুল করছি?
এতো ভুল হয় কেনও জীবনে
এতো স্বপ্ন কেনও ভাঙ্গে।
তাই,রাতকে ভয় পাচ্ছি
জেগে জেগে কাঁটাচ্ছি
তোমার ছায়ার মত,
দেখলেই পিছু ছুটছি।
ইদানিং বড় হতাশায়,অামি ভুগছি
বাস্তবতা, চোখ মিলাতে ভয় পাচ্ছি।
ফেলে অাসা পথগুলো
অামায় দেখে হাসছে
তারা,তোমায় মনে করিয়ে দিচ্ছে।
তাই,চোখ বুজে পথ চলছি
অার কি যেনও কি অাকঁছি
যা অামার অবাধ্য ডায়রিতে
শোভা পাচ্ছে।
তবু,তোমার স্মৃতির পৃষ্ঠা উল্টে,
অামার নিঃশ্বাস নিতে হচ্ছে।
তোমার গল্প জমা থাক্
এই হৃদয়ে।
রচনাকাল :০৮/১২/২০১৫
অামার নিঃশ্বাস নিতে হচ্ছে।
তবু,তোমার গল্প
বলা হয় না কাউকে।
এ কেমন ব্যথা
পুষে রাখতে ইচ্ছে করছে !
আর, তোমার নাম
লিখে লিখে ছিঁড়ে ফেলছি।
খোলা আকাশের দিক তাকিয়ে
কি যেনও,কি খুঁজছি
এই ভোরে কেনও চাঁদের আশা করছি।
গন্তব্য হারিয়ে, বক্ররেখায় চলছি
ইদানিং বড় বিচু্যতিতে ভুগছি।
সাগরকে মনে হয়,
ধরণির নোনা অশ্রু
সে কি দুঃখে যে কাঁদছে ?
তাই মন ভাবছে
তার দুঃখ দেখে
নিজের দুঃখ,একটু হলেও কমছে।
অামি সেই নাবিক হয়ে যাচ্ছি
যার চারিপাশে, অসীম সাগর
তবু পিপাসা নাহি মিটছে।
তোমার স্মৃতির পৃষ্ঠা উল্টে,
অামার নিঃশ্বাস নিতে হচ্ছে।
তবু,তোমার গল্প
বলা হয় না কাউকে।
আমি অক্ষর মেপে হাটছি
আর ইঞ্চিতে ভুল করছি?
এতো ভুল হয় কেনও জীবনে
এতো স্বপ্ন কেনও ভাঙ্গে।
তাই,রাতকে ভয় পাচ্ছি
জেগে জেগে কাঁটাচ্ছি
তোমার ছায়ার মত,
দেখলেই পিছু ছুটছি।
ইদানিং বড় হতাশায়,অামি ভুগছি
বাস্তবতা, চোখ মিলাতে ভয় পাচ্ছি।
ফেলে অাসা পথগুলো
অামায় দেখে হাসছে
তারা,তোমায় মনে করিয়ে দিচ্ছে।
তাই,চোখ বুজে পথ চলছি
অার কি যেনও কি অাকঁছি
যা অামার অবাধ্য ডায়রিতে
শোভা পাচ্ছে।
তবু,তোমার স্মৃতির পৃষ্ঠা উল্টে,
অামার নিঃশ্বাস নিতে হচ্ছে।
তোমার গল্প জমা থাক্
এই হৃদয়ে।
রচনাকাল :০৮/১২/২০১৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রদীপ চৌধুরী. ২২/০২/২০১৬অনেকটাই বড়ো কিন্তু খুবই ভাল লাগলো কবিতা'টা
-
মনিরুজ্জামান জীবন ২১/০২/২০১৬দারুণ।
-
গাজী তৌহিদ ২০/০২/২০১৬বাহ!
অনেক ভালো! -
মনিরুজ্জামান শুভ্র ২০/০২/২০১৬ভাল লাগলো কবি। শুভেচ্ছা রইলো।
-
হরেকৃষ্ণ দে ২০/০২/২০১৬বেশ সুন্দর ভাব ।ভাবনার অতলে মরমে গাথা কবিতা।ভালো থাকবেন।রইলো ফাগুন শুভেচ্ছা।
-
নির্ঝর ২০/০২/২০১৬ভাল হয়েছে