অামার কবিতা -১ম অংশ
লেখা অার অামাকে
এক সাথে মিলালে
গুণফল শূণ্য হবে ।
তার,ব্যথিত হৃদয় কাঁদিয়া ওঠে
অকারণেই।
অার, অামি সর্বক্ষণ সুখী
অানন্দে দুলি অযথাই।
সে সংগ্রামী, অাগুন বুলি
অার, অামার বিকেলে
গরম এককাপ চাই যথেষ্ট !
সে স্বাধীন পাগল যোদ্ধা,
অামি ছোট্ট ঘরে জয়ী
সে ভাঙ্গিতে চায় রীতি
দলিতে চায় প্রীতি।
অামার চোখের পাতায় ঘুম
স্বপ্ন দিচ্ছে চুম্ব
অামার ওষ্ঠে মৃদু -মৃদু।
সে স্বপ্ন দেখে জেগে
সত্য করার লোভে;
অামার যে ভয় করে !
সে বারে-বারে প্রেমে পরে !
কখনও নয়ন, কখনও চয়ন
প্রিয়ার হাসি, মেঘের বাঁশি
কেশের ডালা, প্রিয়ার বালা
কখনও নূপুর, কখনও লাজে
কখনও প্রিয়ার গোপন ভাজে !
কখনও সিঁথির সিঁদুর দেখে
কখনও জোড়া বেণীরর নিচে।
বারে-বারে সে প্রেমে রাঙ্গে,
বারে-বারে সে ভাঙ্গে।
অার, অামার যে ক্লান্ত লাগে !
এক সাথে মিলালে
গুণফল শূণ্য হবে ।
তার,ব্যথিত হৃদয় কাঁদিয়া ওঠে
অকারণেই।
অার, অামি সর্বক্ষণ সুখী
অানন্দে দুলি অযথাই।
সে সংগ্রামী, অাগুন বুলি
অার, অামার বিকেলে
গরম এককাপ চাই যথেষ্ট !
সে স্বাধীন পাগল যোদ্ধা,
অামি ছোট্ট ঘরে জয়ী
সে ভাঙ্গিতে চায় রীতি
দলিতে চায় প্রীতি।
অামার চোখের পাতায় ঘুম
স্বপ্ন দিচ্ছে চুম্ব
অামার ওষ্ঠে মৃদু -মৃদু।
সে স্বপ্ন দেখে জেগে
সত্য করার লোভে;
অামার যে ভয় করে !
সে বারে-বারে প্রেমে পরে !
কখনও নয়ন, কখনও চয়ন
প্রিয়ার হাসি, মেঘের বাঁশি
কেশের ডালা, প্রিয়ার বালা
কখনও নূপুর, কখনও লাজে
কখনও প্রিয়ার গোপন ভাজে !
কখনও সিঁথির সিঁদুর দেখে
কখনও জোড়া বেণীরর নিচে।
বারে-বারে সে প্রেমে রাঙ্গে,
বারে-বারে সে ভাঙ্গে।
অার, অামার যে ক্লান্ত লাগে !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নির্ঝর ২০/০২/২০১৬খুব ভাল লাগলো
-
আমিত ১৫/০১/২০১৬সুন্দর
-
সুদীপ দেবনাথ ১৩/০১/২০১৬অসাধারণ!!
-
শিস খন্দকার ০৮/০১/২০১৬ভালো লিখেছেন।
-
ধ্রুব রাসেল ০৮/০১/২০১৬কবিতা নিশ্চয় চলিত রীতির। তবে ব্যবহৃত সাধু শব্দগুলো বর্জন করতে চেষ্টা করুন। আর অন্তমিল বজায় রাখলে আরো সুন্দর হত। এমনিতেই অনেক ভাল হয়েছে।
-
নির্ঝর ০৮/০১/২০১৬সুন্দর