www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নির্ভুল

ও নারীতো হরণ করিলো
মোর হিয়া
কাজল চক্ষু দিয়া ;
ও নারীতো হরণ করিলো
মোর হিয়া।
প্রথম পলকে করছি,
তার তিরস্কার !
পরে দেখেছি অন্তরার সকল।
মায়া ওই চক্ষু জুড়িয়া ।

যে চক্ষু বিধাতা দিয়েছে তাকে
বাক্যের প্রয়োজন হয় না তাতে।
চিকণ ঠোঁটের যে হাসি,
অাহা মরি-মরি।
শ্যাম বর্ণের তনু গো তাহার,
ধনুর মতন লাগে।
নজর,যেনো বিধিয়া গেলো মোর দিলা।

তার চাহনি যদি দেখিতো
"নজরুল"
লেখিতো কবিতা নির্ভুল,
তার কাঁদন অাঁখি দেখিয়া
হাসনও ধরিতো গান।
বিনা কালিতে প্রেমিক "রবি"
লিখিতো উপনাস্য।

সেই রাতে তাই চন্দ্র উঠে নাই,
রূপ দেখিয়া তার।
বাতাস যেনও খোলা চুলে
দোলন দেয় বারে-বার।
অাড়চোখে, মোর মুখে
বার-বার সে চায়!
কি যে চায়
অবুঝ হৃদয় বুঝতে পারেনি হায়্ ।
হায়্ -হায়্
এ নিশি বৃথা যায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃ মুলুক আহমেদ ০১/১২/২০১৫
    সুন্দর প্রেমের কবিতা
  • দারুণ প্রেমময় অনুভূতি। কিন্তু আসল প্রেমের বাস হৃদয়ে, দেহে নয়। এটাও মনে রাখতে হবে কবি।
    • ধন্যবাদ। কবি প্রেমের ১ম ধাপ দর্শন দিয়েই শুরু হয়, অার অাপনি অামার মনচোখ কবিতাটি পড়লে হৃদয়ের প্রেমের অভিভূতি ও বুঝবেন :)
  • দেবাশীষ দিপন ১১/১১/২০১৫
    দারুণ।দারুণ।।
  • নাবিক ১০/১১/২০১৫
    দারুণ
 
Quantcast