রহমতের নবী
কি মুখ দেখাবো, গিয়ে আমি । হাশরের মাঠে,
আমার প্রিয় নবীর কাছে ।
কি নিয়ে যাবো সেদিন,
এই দুনিয়া থেকে, হাশরের মাঠে ! বলবো কি হাশরের মাঠে : আমার প্রিয় নবীর কাছে ।
আমি বলবো কি ?
এখন কেমনে বলো বাঁচি?
আমার সকল পাপ হলো প্রকাশ, কেমনে বলো বাঁচি ?
আমার নবী শুধু কেঁদে গেলো করে ফরিয়াদ।
তার দোস্ত জাঁহাপনা, আমি পাপী - অধম গেল জানা _____।
দয়াল নবীর এতো দয়া,
এই পাপীরে তবু ,
মাপ করিতে ;
দেয়্ সুপারিশ নামা।
তুমি হলে, রহমতের নবী ;
শেষ দিবসে গেল জানা ____।
রচনাকাল :২৩/০৬/২০১১ইং
আমার প্রিয় নবীর কাছে ।
কি নিয়ে যাবো সেদিন,
এই দুনিয়া থেকে, হাশরের মাঠে ! বলবো কি হাশরের মাঠে : আমার প্রিয় নবীর কাছে ।
আমি বলবো কি ?
এখন কেমনে বলো বাঁচি?
আমার সকল পাপ হলো প্রকাশ, কেমনে বলো বাঁচি ?
আমার নবী শুধু কেঁদে গেলো করে ফরিয়াদ।
তার দোস্ত জাঁহাপনা, আমি পাপী - অধম গেল জানা _____।
দয়াল নবীর এতো দয়া,
এই পাপীরে তবু ,
মাপ করিতে ;
দেয়্ সুপারিশ নামা।
তুমি হলে, রহমতের নবী ;
শেষ দিবসে গেল জানা ____।
রচনাকাল :২৩/০৬/২০১১ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ মুলুক আহমেদ ০২/১২/২০১৫হাসরের মাঠে একমাত্র দয়াল নবীই সাফায়াত করার সুযোগ পাবে।
-
এইচ আই হাবীব ২৩/১০/২০১৫ভালো লেগেছে
-
রুহুল আমীন রৌদ্র. ২২/১০/২০১৫এ ভাবনাই একজন অন্ধলোককে আলোর পথ দেখাতে পারে।
দারুন লিখেছেন কবি। -
শমসের শেখ ২২/১০/২০১৫ভালো লিখেছেন
-
নির্ঝর ২২/১০/২০১৫আল্লাহ যেন কবুল করে