শুদ্ধিত
না পারি কহিতে
হৃদো (হৃদয়) যা বলেছে।
না পারি সহিতে,
এ বেদনা।
ওহে দয়াময়, কৃপা করো মোরে
তোমাহীনা কারে ডাকি?
তোমা চরো(চরণ) বিনে
ঝুঁকিবো কারে ?
তোমার নাম ছাড়া
জপিবো কি?
অামি অনাদৃত
হতে চাই শুদ্ধিত।
এসেছি তাই অামি
তোমার গৃহে।
অামি নবাগত
তোমা চরোহত (চরণে পতিত)
যাচিয়ে নাও রুহু মোর।
খালি হাতে প্রভু, ফিরায়ে দিও না
অামার অাশাগুলো
অার হত করো না।
দিলেরও বাগিচায় থাকিবে
হযরত। [হযরত মুহাম্মদ (সাঃ) ]
প্রতি ইবাদাতে তুমি "প্রভু "
এই, লালসা মোর পুরা করো দয়াল
চাইবো না কিছু, জীবনে ।
হৃদো (হৃদয়) যা বলেছে।
না পারি সহিতে,
এ বেদনা।
ওহে দয়াময়, কৃপা করো মোরে
তোমাহীনা কারে ডাকি?
তোমা চরো(চরণ) বিনে
ঝুঁকিবো কারে ?
তোমার নাম ছাড়া
জপিবো কি?
অামি অনাদৃত
হতে চাই শুদ্ধিত।
এসেছি তাই অামি
তোমার গৃহে।
অামি নবাগত
তোমা চরোহত (চরণে পতিত)
যাচিয়ে নাও রুহু মোর।
খালি হাতে প্রভু, ফিরায়ে দিও না
অামার অাশাগুলো
অার হত করো না।
দিলেরও বাগিচায় থাকিবে
হযরত। [হযরত মুহাম্মদ (সাঃ) ]
প্রতি ইবাদাতে তুমি "প্রভু "
এই, লালসা মোর পুরা করো দয়াল
চাইবো না কিছু, জীবনে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ১৫/০৩/২০১৬ভালো
-
নির্ঝর ০২/১০/২০১৫সুন্দর