www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শিক্ষালে

কি রূপ অামায় দেখালে
কি কাজল চোখে পরিলে
অন্ধ ছিলাম, ভালোই ছিলাম
প্রেম কেনও শিক্ষালে?

অামি দেখতে চাই দিনের অালো
ওই চাঁদ কেনও দেখালে
মন কেনও জুড়ালে?
ভালবাসা কেন শিক্ষালে ।

দূরে ছিলাম ভাল ছিলাম
কাছে কেনও ডাকিলে
বাতাসের গান কেনও শুনালে!
বুকের ব্যথা কেন বাড়ালে।

রচনাকাল :১২/০৭/২০১০ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৯/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মুরাদ হোসেন ৩০/০৯/২০১৫
    ভালো লাগলো কবি
  • বেশ ভাল লাগলো।
    কাঁজল, শিখালে
    ঠিক করে নিন।
  • তপন দাস ২৯/০৯/২০১৫
    বেশ হয়েছে
  • মোঃ মুসা খান ২৯/০৯/২০১৫
    Love manus kaday Eta Sotti Janlam Aro Ekbar
  • পরশ ২৯/০৯/২০১৫
    খুব ভাল হয়েছে।
  • কবি , সবিনয়ে অনুরোধ , বানান শুদ্ধ করুন
    • কোন বানানগুলো অাপনার অশুদ্ধ মনে হচ্ছে জানাবেন। ধন্যবাদ
      • সেতো আপনাকেই দেখতে হবে। শিক্ষালে থেকে শুরু করুন।
        • জনাব, বানানের প্রতি অাপনার অনুরাগ অামায় বড় মুগ্ধ করেছে। অামি নানা জায়গাতে অনুসন্ধান করে দেখলাম যে, অামি শেখা ব্যবহার করিনি করেছি শিখা যার অর্থ লৌহ জাতিয় কিছু তাই কি শিক্ষালে ব্যবহার করা যাবে না। অনুগ্রহ করে জানাবেন
          • লেখার প্রথম শর্ত ভাষা বানান শুদ্ধ হবে। অভিধান সাথে রাখুন , সাহায্য হবে।
            • জনাব, শেখালে অার শিখালে এর মধ্য কি কোন পার্থক্য অাছে?
              • ভাই আপনি শিক্ষালে লিখেছেন
                • শিখালে ব্যবহার করলে শিখা দ্বারা লৌহ জাতিয় কিছু বুঝায় তাই শিক্ষালে ব্যবহার করেছি।
                  • ভাষায় ইচ্ছে মত অতটা স্বাধীনতা নেওয়া যায়না। শিখালে বা শেখালে সঠিক হবে। তবে মূলগত ভাবেও কবিতাটির পরিমার্জন প্রয়োজন।
 
Quantcast