শিক্ষালে
কি রূপ অামায় দেখালে
কি কাজল চোখে পরিলে
অন্ধ ছিলাম, ভালোই ছিলাম
প্রেম কেনও শিক্ষালে?
অামি দেখতে চাই দিনের অালো
ওই চাঁদ কেনও দেখালে
মন কেনও জুড়ালে?
ভালবাসা কেন শিক্ষালে ।
দূরে ছিলাম ভাল ছিলাম
কাছে কেনও ডাকিলে
বাতাসের গান কেনও শুনালে!
বুকের ব্যথা কেন বাড়ালে।
রচনাকাল :১২/০৭/২০১০ইং
কি কাজল চোখে পরিলে
অন্ধ ছিলাম, ভালোই ছিলাম
প্রেম কেনও শিক্ষালে?
অামি দেখতে চাই দিনের অালো
ওই চাঁদ কেনও দেখালে
মন কেনও জুড়ালে?
ভালবাসা কেন শিক্ষালে ।
দূরে ছিলাম ভাল ছিলাম
কাছে কেনও ডাকিলে
বাতাসের গান কেনও শুনালে!
বুকের ব্যথা কেন বাড়ালে।
রচনাকাল :১২/০৭/২০১০ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুরাদ হোসেন ৩০/০৯/২০১৫ভালো লাগলো কবি
-
রুহুল আমীন রৌদ্র. ২৯/০৯/২০১৫বেশ ভাল লাগলো।
কাঁজল, শিখালে
ঠিক করে নিন। -
তপন দাস ২৯/০৯/২০১৫বেশ হয়েছে
-
মোঃ মুসা খান ২৯/০৯/২০১৫Love manus kaday Eta Sotti Janlam Aro Ekbar
-
পরশ ২৯/০৯/২০১৫খুব ভাল হয়েছে।
-
দেবব্রত সান্যাল ২৯/০৯/২০১৫কবি , সবিনয়ে অনুরোধ , বানান শুদ্ধ করুন