১০টি বছর
কেম্নে গেল ১০টি বছর ।
হাওয়ায় হাওয়ায় ভেসে ।
আনন্দ আর হাসিঘেরা ।
সেই দিন কি ফিরে পাবে ??
১০টি বছর তোদের সাথে
তবুও আজ কম লাগে ।
কোথায় আমার বন্ধু সকল ,
হাতটি এখনই ধর.......
শক্ত করে ধরিস বন্ধু !!
লাগছে বড় ভয় !
তোদের ছেড়ে যেতে হবে ,
চোখে আসে জল.....
হাতটি আমার ধররে বন্ধু
হাতটি আমার ধর ।
কেম্নে গেল ১০টি বছর ,
জানাই হলো না ।
খেলার মাঠে ,পথের ধারে
কত আড্ডা-গল্প জমে ।
১টি চায়ের কাপে ৬টি চুমুক ।
এক পেলেটে ৪টি চামচ ।
এতো ভালোবাসবে কে রে ?
এতো আপন জানবে কে রে ?
ওরে ,আমার বন্ধু সকল ,
ওরে খেলার সাথী ।
আমার সকল ভুলগুলোকে ,
ক্ষমার চোখে দেখিস্ ।
কিছু কথা :স্কুল জীবনের ১০টি বছর যখন শেষ করি,সেই সময় বুঝতে পারি ১০ বছর অাসলে ১০ ঘন্টার মত শেষ হয়েছে। জীবনে যদি অার একটি বার স্কুল জীবনটা ফিরে পেতাম!!
হাওয়ায় হাওয়ায় ভেসে ।
আনন্দ আর হাসিঘেরা ।
সেই দিন কি ফিরে পাবে ??
১০টি বছর তোদের সাথে
তবুও আজ কম লাগে ।
কোথায় আমার বন্ধু সকল ,
হাতটি এখনই ধর.......
শক্ত করে ধরিস বন্ধু !!
লাগছে বড় ভয় !
তোদের ছেড়ে যেতে হবে ,
চোখে আসে জল.....
হাতটি আমার ধররে বন্ধু
হাতটি আমার ধর ।
কেম্নে গেল ১০টি বছর ,
জানাই হলো না ।
খেলার মাঠে ,পথের ধারে
কত আড্ডা-গল্প জমে ।
১টি চায়ের কাপে ৬টি চুমুক ।
এক পেলেটে ৪টি চামচ ।
এতো ভালোবাসবে কে রে ?
এতো আপন জানবে কে রে ?
ওরে ,আমার বন্ধু সকল ,
ওরে খেলার সাথী ।
আমার সকল ভুলগুলোকে ,
ক্ষমার চোখে দেখিস্ ।
কিছু কথা :স্কুল জীবনের ১০টি বছর যখন শেষ করি,সেই সময় বুঝতে পারি ১০ বছর অাসলে ১০ ঘন্টার মত শেষ হয়েছে। জীবনে যদি অার একটি বার স্কুল জীবনটা ফিরে পেতাম!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুহুল আমীন রৌদ্র. ১১/০৯/২০১৫দারুন...
-
সবুজ আহমেদ কক্স ১০/০৯/২০১৫বাহ স্মৃতিচিারণ
নাইস -
ইমরান কবির রুপম ০৯/০৯/২০১৫পূর্বের স্মৃতি মনে করে দিলেন কবি ভাই।শুভেচ্ছা জানবেন
-
শাহাদাত হোসেন রাতুল ০৬/০৯/২০১৫valo laglo sei school jiboner fire diechilam kobi bondhu
-
সমরেশ সুবোধ পড়্যা ০৫/০৯/২০১৫সুন্দর কবিতা।
এই সুমধুর সময়টা আর কখনো আসবে না। কবিবন্ধুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।