খাঁটি মানব
সোনার মাটি করেছো খাঁটি
তুমি কৃষক জাতি।
ধন্য সে মা,
যে তোমার গর্ভধারিণী !
সেই মধ্য রাতে বাহির হলে
অাসলে, সাঁজেরর পরে।
ওই,মুয়াজ্জিন তো অাযান দিলো
ঘন্টা খানিক অাগে।
ঘরের বধূ ডরে মরে !
অাসলে কেমন করে।
চন্দ্রিমাতো ঢাকা পরেছে
সেই কালো মেঘে ।
সারা দেহ জলে ভেজা
তবুও,মুখে হাসি?
বলদ দু'টারে ভাতের মাড়
খায়িয়ে অাসি ।
সারা দুপুর, ক্লান্ত বেলা
মাথার উপর রবি হেলা।
মাটির টানে যায়রে বেলা
এতো, ভালবাসো মাটি,
মাটি বলে,তুমি পুত্র তারই।
বছর শেষে, ফসল ক্ষেতে
সোনার রবি মাঠে দোলে !
চোখ ধাঁদিয়ে যায়রে অামার
কি,অপরূপ সৌন্দর্যে ।
ফসল কাঁটার ধুম পরে যায়
গানের সুরে মনযে হারায়।
দেহের জলের ফসলরে তোর
সোনার বরণ ধারণ করে !
ওরে চাষি বড় ঋণী
এর মূল্য কি অার
অামি দিতে জানি ।
তুমি কৃষক জাতি।
ধন্য সে মা,
যে তোমার গর্ভধারিণী !
সেই মধ্য রাতে বাহির হলে
অাসলে, সাঁজেরর পরে।
ওই,মুয়াজ্জিন তো অাযান দিলো
ঘন্টা খানিক অাগে।
ঘরের বধূ ডরে মরে !
অাসলে কেমন করে।
চন্দ্রিমাতো ঢাকা পরেছে
সেই কালো মেঘে ।
সারা দেহ জলে ভেজা
তবুও,মুখে হাসি?
বলদ দু'টারে ভাতের মাড়
খায়িয়ে অাসি ।
সারা দুপুর, ক্লান্ত বেলা
মাথার উপর রবি হেলা।
মাটির টানে যায়রে বেলা
এতো, ভালবাসো মাটি,
মাটি বলে,তুমি পুত্র তারই।
বছর শেষে, ফসল ক্ষেতে
সোনার রবি মাঠে দোলে !
চোখ ধাঁদিয়ে যায়রে অামার
কি,অপরূপ সৌন্দর্যে ।
ফসল কাঁটার ধুম পরে যায়
গানের সুরে মনযে হারায়।
দেহের জলের ফসলরে তোর
সোনার বরণ ধারণ করে !
ওরে চাষি বড় ঋণী
এর মূল্য কি অার
অামি দিতে জানি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাবিক ১২/০৮/২০১৫অনেক ভালো লাগলো
-
শাহাদাত হোসেন রাতুল ১১/০৮/২০১৫বেশ লাগলো কবিতা খানা !!
-
সুহেল ইবনে ইসহাক ১১/০৮/২০১৫Thanks Brother Rois Uddin Khan, Should be attentive on the Rhythms of poem. Anyway Thanks again. Go ahead.....
-
কিশোর কারুণিক ১১/০৮/২০১৫সুন্দর
-
মোবারক হোসেন ১১/০৮/২০১৫খুব সুন্দর করে কৃষক কে তুলেধরেছেন কবি। ধন্যবাদ।
-
সুহেল ইবনে ইসহাক ১১/০৮/২০১৫Chomotker ...!!!!