দুপাশে
আমিতো তোমার কেহ্ নই,
অাপন নই,পরও নই।
ভেবেছো, অামি তোমায় নিয়ে কবিতা লিখি?
নতুন গান বাঁধি?
অামিতো অাঁকা-বাঁকা পথ নই,
যে তোমার সাথে রবো।
অামিতো চাঁদ নই যে,
তোমার উঠনে জোছনা দিবো।
অামিতো দক্ষিণের হাওয়াও নই
সে তোমার ক্লান্তি মেটাবো ।
দক্ষিণেরর হাওয়া কারও জন্য অপেক্ষা করে না।
বুদ্ধিমান-চতুর যারা দক্ষিণ ধারে
ঘর বাঁধে, ক্লান্তি জুড়ায়
দক্ষিণা হাওয়াতে।
নির্বোধ-অজ্ঞ যারা,
উত্তর কোণে ঘর বেঁধে
অকাল শীতে মরে।
সে অামায় বড় সস্তা ভাবে !
সমুদ্রকে দেখতে কত মানুষ ভীড় করে,
বিশাল অাকাশ দেখার সময় কারও হয় নারে।
যে চোখের সামনে থাকে সর্বক্ষণে
তার মূল্য কেহ্ বুঝে নারে।
না থাকিলে সে রতন,
বুঝা যায় কত অাপন।
অামায়ও বুঝবে তুমি,
না হয়, বয়স শেষে।
ভেবেছো কি অামায় অবুঝ?
অামি কি বুঝি না,
অাঠারোর দোষ
২৫শের হা-হাকার
৩০শের কামনা
৪২এর চাহিদা
বায়ান্নের হতাশা,ষাটের ভৃতি।।
অামিতো অাছি,
চোখ খুলে দেখলে নাতো দু'পাশে
অগ্রের যাত্রী তুমি
সুদূর পানে চাও
একটু থেমে যাও,
কাঁটা ভরা মোর পথ
তুমি একটু দাড়াও!মোরে লয়ে যাও
দাড়ায় না সে,দাড়ায় না সে
তাকায় না দু'পাশে।
অাপন নই,পরও নই।
ভেবেছো, অামি তোমায় নিয়ে কবিতা লিখি?
নতুন গান বাঁধি?
অামিতো অাঁকা-বাঁকা পথ নই,
যে তোমার সাথে রবো।
অামিতো চাঁদ নই যে,
তোমার উঠনে জোছনা দিবো।
অামিতো দক্ষিণের হাওয়াও নই
সে তোমার ক্লান্তি মেটাবো ।
দক্ষিণেরর হাওয়া কারও জন্য অপেক্ষা করে না।
বুদ্ধিমান-চতুর যারা দক্ষিণ ধারে
ঘর বাঁধে, ক্লান্তি জুড়ায়
দক্ষিণা হাওয়াতে।
নির্বোধ-অজ্ঞ যারা,
উত্তর কোণে ঘর বেঁধে
অকাল শীতে মরে।
সে অামায় বড় সস্তা ভাবে !
সমুদ্রকে দেখতে কত মানুষ ভীড় করে,
বিশাল অাকাশ দেখার সময় কারও হয় নারে।
যে চোখের সামনে থাকে সর্বক্ষণে
তার মূল্য কেহ্ বুঝে নারে।
না থাকিলে সে রতন,
বুঝা যায় কত অাপন।
অামায়ও বুঝবে তুমি,
না হয়, বয়স শেষে।
ভেবেছো কি অামায় অবুঝ?
অামি কি বুঝি না,
অাঠারোর দোষ
২৫শের হা-হাকার
৩০শের কামনা
৪২এর চাহিদা
বায়ান্নের হতাশা,ষাটের ভৃতি।।
অামিতো অাছি,
চোখ খুলে দেখলে নাতো দু'পাশে
অগ্রের যাত্রী তুমি
সুদূর পানে চাও
একটু থেমে যাও,
কাঁটা ভরা মোর পথ
তুমি একটু দাড়াও!মোরে লয়ে যাও
দাড়ায় না সে,দাড়ায় না সে
তাকায় না দু'পাশে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাবিক ১২/০৮/২০১৫অনেক ভাল্লাগলো..
-
মোবারক হোসেন ১১/০৮/২০১৫অভিমান এমনই হয়। ভাল লাগলো কবিতা পড়ে।
-
সাইদুর রহমান ০৫/০৮/২০১৫অসাধারণ।
-
মোঃ আতাউর রহমান ০৫/০৮/২০১৫awesome
-
জহরলাল মজুমদার ০৫/০৮/২০১৫মন ভরে গেল
-
পিয়ালী দত্ত ০৪/০৮/২০১৫সুন্দর
-
আব্দুল মান্নান মল্লিক ০৪/০৮/২০১৫খুব সুন্দর লিখেছেন
-
সবুজ আহমেদ কক্স ০৪/০৮/২০১৫খুব সুন্দর