দেয়নি
সূর্যের আলো কখনই,
আমার ঘুম ভাঙ্গাতে পারেনি।
চাঁদেরর আলো কখনই,
আমায় মায়া শিক্ষিয়ে দেয়নি।
ওই,তারার আলো কখনই
আমায় পথ দেখিয়ে দেয়নি !
জোনাকির ওই সবুজ আলো,
মোরে ফুল চিনিয়ে দেয়নি ।
আমি আমার চোখে দেখি,
আমার, দিন - রাত আর আলো।
নিঝুম রাতে তুমি নাকি
ফুলের পাপড়ি ছেঁড় ?
অামিতো ফুলের ঘ্রাণ নেইনি
ফুল হাতে ছুয়ে দেখিনি
অামিতো ফুলের জন্য গান গেয়েছি
ফুলই অামাকে দেখেনি।
পাখির গানে কান পেতেছি
পাখিই গান গায়নি।
পূর্বাকাশে তাকিয়ে ছিলাম
দেখতে সূর্যদয়
দেখ সূর্যই অাজ ওঠেনি।
অামি তোমার জন্য হাত বাড়িয়েছি
তুমিইতো হাত দাও নি ।
তাই বলে কি?
অামি প্রেমের কবিতা লিখিনি?
প্রকৃতির গান গাইনি !
অামি অামার চোখে দেখি
অামার দিন রাত অার অালো
নিঝুম রাতে
তুমি শুধু ফুলের পাপড়ি ছিঁড় !
আমার ঘুম ভাঙ্গাতে পারেনি।
চাঁদেরর আলো কখনই,
আমায় মায়া শিক্ষিয়ে দেয়নি।
ওই,তারার আলো কখনই
আমায় পথ দেখিয়ে দেয়নি !
জোনাকির ওই সবুজ আলো,
মোরে ফুল চিনিয়ে দেয়নি ।
আমি আমার চোখে দেখি,
আমার, দিন - রাত আর আলো।
নিঝুম রাতে তুমি নাকি
ফুলের পাপড়ি ছেঁড় ?
অামিতো ফুলের ঘ্রাণ নেইনি
ফুল হাতে ছুয়ে দেখিনি
অামিতো ফুলের জন্য গান গেয়েছি
ফুলই অামাকে দেখেনি।
পাখির গানে কান পেতেছি
পাখিই গান গায়নি।
পূর্বাকাশে তাকিয়ে ছিলাম
দেখতে সূর্যদয়
দেখ সূর্যই অাজ ওঠেনি।
অামি তোমার জন্য হাত বাড়িয়েছি
তুমিইতো হাত দাও নি ।
তাই বলে কি?
অামি প্রেমের কবিতা লিখিনি?
প্রকৃতির গান গাইনি !
অামি অামার চোখে দেখি
অামার দিন রাত অার অালো
নিঝুম রাতে
তুমি শুধু ফুলের পাপড়ি ছিঁড় !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ২৯/০৪/২০১৫
-
সাইদুর রহমান ২৭/০৪/২০১৫এক কথায় দারুণ।
শুভেচ্ছা অনেক। -
দ্বীপ সরকার ২৭/০৪/২০১৫অপূর্ব!!
-
সাকির খান ২৬/০৪/২০১৫nice poem.
-
নাজমুল আহসান ২৬/০৪/২০১৫না এর অনুপ্রাসে নেগেটিভ হয়েগেছি-এখন আর হা শোনার ফুরসত নেই !
-
সবুজ আহমেদ কক্স ২৬/০৪/২০১৫সুন্দর
-
সুজয় আচার্য্য ২৬/০৪/২০১৫বেশ ভাল মানের কবিতা।
শুভেচ্ছা রইল ।।