স্বপ্ন যাদুকর
আবার কবে আসবে পাগল,
কেরে নিতে মোর ঘুম।
আবার কবে অাসবে হে পাগল,
অামার অলস দুপুর !
অাবার কবে বৃষ্টি সাজবে, তোমার অাকাশে।
তোমার বিদায় কালে,
তাই,অাকাশও কেঁদেছে।
আবার কবে আসবে পাগল,
নতুন মিতালি নিয়ে,
মিসির আলী, হলুদ পাঞ্জাবী
শেষ করে দিবে কবে ?
তুমি ওতো পাল্টে দিয়েছ রবি,
তোমার পূর্বপুরুষের(সাহিত্যের জগতের পূর্বপুরুষ) মত।
"ভালবাসা থাকলে, দেহের ক্ষয়
না, চোখে লাগে। "
তুমিতো হাজারও তরুণ - তরুণীর
হৃদয় মাজারে।
তুমি কিভাবে গেলে চলে ?
মাটি কি তার উদর চিরে
কেরে নিলো তোমাকে ।
এখন জাগা হয় না রাতে
তোমার সাথে।
এখন অামার অলস হৃদয়ে
কেহ্ নাহি প্রদীপ জ্বালে।
কেহ্ নাহি অামাকে ভেবে,
কিছু লেখে !
এখন ভীর করা হয় না,
গ্রন্থের অাপনে (দোকান) ।
কেউ পারে না হাসাতে, কাঁদাতে !
ওরে, যাদুকর অাসবে কবে ?
কালির ছোয়া দিয়ে, স্বপ্ন রাঙ্গাতে !
তোমার অার অামার মাঝে
একটি দেয়াল (শেষ উপন্যাস)রেখে গেলে।
দুই জগতের যাত্রী মোরা
পৃথক করে গেলে।
#অামি "হুমায়ূন অাহমেদ" স্যার এর একজন ক্ষুদ্র পাঠক, এই কবিতাটি স্যারকে উৎসর্গ করলাম। কোনও ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। #
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৭/০৫/২০২২বেশ ভালো লেখা
-
ফিরোজ মানিক ২০/০২/২০১৫খুব ভাল হয়েছে তাই খুব ভাল লাগলো।
-
সবুজ আহমেদ কক্স ২০/০২/২০১৫খুব ভালো লাগলো
-
সবুজ আহমেদ কক্স ১৯/০২/২০১৫valo
-
মো ফয়সাল রহমান ১৯/০২/২০১৫khub valo
-
মোঃ সাইফুল ইসলাম ১৯/০২/২০১৫হ্যাঁ, সুন্দর!
-
উদ্বাস্তু নিশাচর ১৯/০২/২০১৫বাহ ভালো হয়েছে
-
রক্তিম ১৯/০২/২০১৫স্যার তার জগতে ভাল থাকবেন।