একা বন্ধুরে
একা আমি, দূরে পথ।
বড় একা লাগেরে।
বন্ধুরে বন্ধুরে বন্ধুরে,
বড় একলা লাগেরে।
বন্ধুরে বন্ধুরে বন্ধুরে,
বড় একলা লাগেরে।
আমার একলা লাগেরে।
রোদ, ঝড়ে, বৃষ্টিতে সেই বেলা কই গেলোরে?
তুই একা, আমি একা,
কই মোরা।
বন্ধুরে বন্ধুরে, বড় একলা লাগেরে।
কই বাতাস, কই আকাশ,
রঙ্গে মাখা সেই বিকাল।
ওই তারা বড় কাছে, তুই গেলি কোন দূরে।
বন্ধুরে বন্ধুরে, আমার একলা লাগেরে।
আমি একলা কাদিরে।
বড় একা লাগেরে।
বন্ধুরে বন্ধুরে বন্ধুরে,
বড় একলা লাগেরে।
বন্ধুরে বন্ধুরে বন্ধুরে,
বড় একলা লাগেরে।
আমার একলা লাগেরে।
রোদ, ঝড়ে, বৃষ্টিতে সেই বেলা কই গেলোরে?
তুই একা, আমি একা,
কই মোরা।
বন্ধুরে বন্ধুরে, বড় একলা লাগেরে।
কই বাতাস, কই আকাশ,
রঙ্গে মাখা সেই বিকাল।
ওই তারা বড় কাছে, তুই গেলি কোন দূরে।
বন্ধুরে বন্ধুরে, আমার একলা লাগেরে।
আমি একলা কাদিরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৭/০৫/২০২২অনুপম
-
মো ফয়সাল রহমান ১৯/০২/২০১৫shundor
-
প্রদীপ কুমার ১৯/০২/২০১৫shundor....
-
মো ফয়সাল রহমান ১৯/০২/২০১৫valo
-
অ ১৮/০২/২০১৫গান নাকি?
-
সবুজ আহমেদ কক্স ১৮/০২/২০১৫valo @@ darun
-
স্বপন রোজারিও(১) ১৮/০২/২০১৫ভাল।
-
সবুজ আহমেদ কক্স ১৮/০২/২০১৫very nice @@@