হলুদ ফুল
হলুদ ফুলের মালা গাঁথি নি
একটি বছর হতে।
কোকিল পাখির
গান শুনিনি
খুব মনোযোগ দিয়ে।
আকাশ ভরা তারা দেখ
সাদা মেঘের ভাজে।
সবগুলি ফুল কুরিয়ে দিবো,
আচঁল রেখো খুলে।
শীতের সকাল আর হবে না
মিষ্টি রোদের ফাঁকে।
আলসে ! ঘুম আর এসো না
"ফাল্গুন " এলো চলে।
সে খুশিতে মনযে নাচে্
ফুলের সৌরভে।
সকল ব্যথা ভুলে গিয়ে
চল্ এক সাথে।
একটি বছর হতে।
কোকিল পাখির
গান শুনিনি
খুব মনোযোগ দিয়ে।
আকাশ ভরা তারা দেখ
সাদা মেঘের ভাজে।
সবগুলি ফুল কুরিয়ে দিবো,
আচঁল রেখো খুলে।
শীতের সকাল আর হবে না
মিষ্টি রোদের ফাঁকে।
আলসে ! ঘুম আর এসো না
"ফাল্গুন " এলো চলে।
সে খুশিতে মনযে নাচে্
ফুলের সৌরভে।
সকল ব্যথা ভুলে গিয়ে
চল্ এক সাথে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৭/০৫/২০২২ভালো
-
মধু মঙ্গল সিনহা ০৯/০৪/২০১৭ভাল লাগল।
-
ফিরোজ মানিক ১৮/০২/২০১৫বসন্ত এসেছে ফিরে, কৃষ্ণচুড়ার লাল গালিচায় ককিল নাচে তার নীড়ে। দারুণ কবিতা।
-
সবুজ আহমেদ কক্স ১৮/০২/২০১৫pora valo laglo @@@@
-
মো ফয়সাল রহমান ১৭/০২/২০১৫hmmm darun
-
জহির রহমান ১৭/০২/২০১৫দারুন লিখেছেন ভাই...
-
সবুজ আহমেদ কক্স ১৭/০২/২০১৫nice
-
আল-আমিন মোড়ল ১৭/০২/২০১৫ফালগুন এর শুভেচ্ছা। অনেক ভাল লিখেন আপনি। তবে যদি আরো ছন্দময়ী করেন তাহলে আমাদের কাছে আরো ভাল লাগবে।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৭/০২/২০১৫ফাল্গুনের শুভেচ্ছা আপনাকে।