www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমরা এমনি

→ যেই #মা এর কাছ থেকে কথা বলার বর্ন শিখি। সেই মা কে ই তার শিখানো বর্ন দিয়ে বাজে শব্দ বানিয়ে বকা/ উচ্চস্বরে কথা বলি।
.
→আমরা আমাদের বাচ্চাদেরকে কলিজ্বার টুকরা ভাবি। আর অন্যদিকে যারা আমাদেরকে কলিজ্বার টুকরা বানায়ে রেখেছে তাদের কলিজ্বার সেই অংশটাকে নিজ হাতে ছিড়ে তাদের কে বৃদ্ধাশ্রমে রেখে আসি।
.
→ কিছু কিছু #মা আছে যারা স্রষ্টার চাওয়াতেই ছোট ছোট বাচ্চা নিয়ে অসহায়ের মত সিঙ্গেল হয়ে যায়। মিঙ্গেল হবার সহস্র সুবিধা থাকা সত্ত্বেও ঐ যে আপনার আমার মত ছোট মূখ-খানা দেখে, সহস্র সুযোগ, সুবিধাকে লাথি মেরে আমৃত্যু সিঙ্গেলতাকেই সঙ্গী করে।
অন্যদিকে আমরা কি করি হালকা যৌবনের তাড়নায় মিঙ্গেল হবার জন্য ঐ সিঙ্গেল #মা এর অবাধ্য হই। এমন কি তাকে দুরেও সরিয়ে দেই।
.
জ্বি আমরা এমনি।
আমরা যদি অ-পরিবর্তিতই থাকি,
তাহলে #নরক অপেক্ষায় আমাদের।
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ৬০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৮/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast