www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মধু চন্দ্রিমার ফোয়ারা অতি নিকটেই

এই মুহুর্তে ফিলিস্তিনের অবস্থা
অত্যন্ত খারাপ। মাসজিদুল আকসা
বন্ধ করে দিয়েছে ইহুদিরা।
সপ্তাহ দেড়েকের মধ্যে কয়েকজন
ফিলিস্তিনি ভাই-বোনকে হত্যা
করেছে সন্ত্রাসীরা। আবার
"ইসলামিক জিহাদের" এক তরুণের
আক্রমণে ইহুদিদের দুইজন নিহত
হয়েছে। অবশ্য এই বীর তরুণকেও
হত্যা করেছে সন্ত্রাসীরা।
ওদিকে গাযার সাথে সকল টানেল
পানি দিয়ে বন্ধ করে দিচ্ছে
মিসর। গাযাবাসী মানবিক
বিপর্যয়ে পড়েছে।
:
অচিরেই সর্বাত্মক জিহাদ শুরু হতে
যাচ্ছে সম্ভবত। কারণ
ফিলিস্তিনের প্রধান দুই জিহাদি
সংগঠন "হামাস" ও "ইসলামিক
জিহাদ" জনগনকে অস্ত্র হাতে
নিতে আহবান জানিয়েছে। অন্য
আরেকটি তথ্য পেলাম, মাসজিদুল
আকসার ইমাম ৩য়
"ইন্তিফাদা" (অভ্যুত্থান) ঘোষণা
করেছেন। তথ্যটির ব্যাপারে
পুরোপুরি নিশ্চিত নই। ইহুদিরাও
অস্ত্র-সস্ত্রে সুসজ্জিত। বর্তমানে
ফিলিস্তিন উত্তপ্ত। পিঠ
দেয়ালে ঠেকলে যা হয়, তাই।
:
পৃথিবী খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে।
সৌদি আরবের বর্তমান কুরআনে
হাফিজ বাদশাহকে অনেকটাই
অন্যরকম লাগছে। মুসলিম উম্মাহর
এই চরম দুর্ভোগের সময়ে আল্লাহ
তাঁকে উত্তম অভিভাবক হিসেবে
কবুল করুন। তিনি নিজ উদ্যোগে
হামাসের সাথে সম্পর্ক উন্নয়ন
করছেন। অন্যদিকে হামাস যুদ্ধের
জন্য প্রস্তুত। ইসরাইলের পাশের
দেশগুলোতে মুজাহিদরা যুদ্ধ
করছে। তারাও জড়াতে পারে।
এদিকে শামের (সিরিয়ায়)
মুজাহিদগণ সমস্ত কাফির শক্তির
সাথে জিহাদ করছেন। সম্ভবত
চীনও জড়াতে পারে।
আফগানিস্তানে তালিবানদের
গ্রীষ্মকালীন অপারেশনে
রীতিমত বিপ্লব শুরু হয়েছে।
আল্লাহই ভাল জানেন, পৃথিবী
কোথায় যাচ্ছে। আমি সবকিছু
পজিটিভই দেখতে পাচ্ছি। সম্ভবত
ভালো কিছু অপেক্ষা করছে। মহান
আল্লাহ পৃথিবীর সমস্ত
মুজাহিদদেরকে সাহায্য করুন
বিষয়শ্রেণী: সংবাদ
ব্লগটি ৯৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast