একলা মন
ঘাটে বাধা নাইয়ার মত
একলা আমার মন,
মনের আগে চন্দ্রবিন্দু
ভাসছে সারাক্ষন।
অনুভুতির দেয়াল ক্ষয়ে
পড়ছে খসে চুন,
ভালোবাসার সেলগুলোতে
আজ ধরেছে ঘুন।
হৃদয়পুরের আবেগ গুলোয়
জং ধরেছে খুব,
চঞ্চলতার মানুষ আমি
হঠাৎ নিশ্চুপ!
আমার প্রিয় কাব্যগুলো
ছোঁয়না এখন মন,
একলা আমি ঘাটের নাইয়া
খুজছি সুখের ক্ষন।
(২৭ই জুলাই ২০১৪, রবিবার)
একলা আমার মন,
মনের আগে চন্দ্রবিন্দু
ভাসছে সারাক্ষন।
অনুভুতির দেয়াল ক্ষয়ে
পড়ছে খসে চুন,
ভালোবাসার সেলগুলোতে
আজ ধরেছে ঘুন।
হৃদয়পুরের আবেগ গুলোয়
জং ধরেছে খুব,
চঞ্চলতার মানুষ আমি
হঠাৎ নিশ্চুপ!
আমার প্রিয় কাব্যগুলো
ছোঁয়না এখন মন,
একলা আমি ঘাটের নাইয়া
খুজছি সুখের ক্ষন।
(২৭ই জুলাই ২০১৪, রবিবার)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অস্পষ্ট ছবি ০২/০২/২০১৫awesome! bro..
-
সুশান্ত মান্না ১৯/০৮/২০১৪অবাক হওয়ার কথা
-
প্রসেনজিৎ রায় ০৪/০৮/২০১৪অসংখ্য ধন্যবাদ কবি।
-
প্রসেনজিৎ রায় ০৪/০৮/২০১৪অশেষ ধন্যবাদ দিদি।
-
প্রসেনজিৎ রায় ০৪/০৮/২০১৪অশেষ ধন্যবাদ দিদি।
-
কোয়েল ৩০/০৭/২০১৪আপনার কবিতার ছোট্ট পরিসর একলা মনের গভীরত্ব অঙ্কনে বাধা হয়ে দারায়নি।বরং সে সেখানেই নিজের মুক্ত পাখা মেলেছে।
সত্যিই ভালো লাগল কবিতাতি।আনেক শুভেচ্ছা রইল। -
আবু ছায়েম ২৮/০৭/২০১৪এরকম ছন্দময় কবিতা আমার খুব ভালোলাগে
-
সুরজিৎ সী ২৮/০৭/২০১৪খুবই সুন্দর
-
আব্দুল্লাহ্ আল মোন্তাজীর ২৭/০৭/২০১৪আমাদের চির চেনা নদীর সাথে ব্যক্তি জীবনের সমান্তরাণ করে কি দারুণ ভাবেই না মিলিয়ে দেওয়া হয়েছে! জীবনকে যারা চিনেন, তাঁদের পক্ষেই হয়ত এমন সুন্দর করে তা প্রকাশ করা সম্ভব।
অলংকারের দিকগুলোও মন ছুঁয়ে গেল।
ধন্যবাদ কবিকে। -
মঞ্জুর হোসেন মৃদুল ২৭/০৭/২০১৪বেশ ভাল লাগল।