নীড়ে ফেরা
নীলের ওপার হারিয়ে যাব আজ,
আছড়ে ফেলে ব্যাস্ততা আর কাজ।
সবুজ চিড়ে ছুটছে আমার গাড়ি,
পেলাম ছুটি-ডাকছে আমায় বাড়ি।
ছুটছি আমি দেখতে মায়ের মুখ,
লুকিয়ে যেথায় এক পৃথিবী সুখ।
আমার বাবার এক হিমালয় মন,
দেখতে আমায় ব্যাকুল সারাক্ষন।
আমার গাঁয়ের মুক্ত হাওয়ার বুকে,
প্রশ্বাস নেব আবার মনের সুখে।
যাচ্ছি ফিরে আমার আপন বাড়ি,
মায়ের জন্য নিলাম তাতের শাড়ি।
বাবার জন্য নিলাম ধুতি-চাদর,
খুব পরছে মনে ছোট্ট বেলার আদর।
ঐ যে নদী-সারি সারি নাও,
তার উপারে আমার সোনার গাঁও।
প্রশান্তিতে আবার এলাম ফিরে,
সবুজ শ্যামল আমার আপন নীড়ে।
(২০ই জুলাই ২০১৪, রবিবার)
আছড়ে ফেলে ব্যাস্ততা আর কাজ।
সবুজ চিড়ে ছুটছে আমার গাড়ি,
পেলাম ছুটি-ডাকছে আমায় বাড়ি।
ছুটছি আমি দেখতে মায়ের মুখ,
লুকিয়ে যেথায় এক পৃথিবী সুখ।
আমার বাবার এক হিমালয় মন,
দেখতে আমায় ব্যাকুল সারাক্ষন।
আমার গাঁয়ের মুক্ত হাওয়ার বুকে,
প্রশ্বাস নেব আবার মনের সুখে।
যাচ্ছি ফিরে আমার আপন বাড়ি,
মায়ের জন্য নিলাম তাতের শাড়ি।
বাবার জন্য নিলাম ধুতি-চাদর,
খুব পরছে মনে ছোট্ট বেলার আদর।
ঐ যে নদী-সারি সারি নাও,
তার উপারে আমার সোনার গাঁও।
প্রশান্তিতে আবার এলাম ফিরে,
সবুজ শ্যামল আমার আপন নীড়ে।
(২০ই জুলাই ২০১৪, রবিবার)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাধাশ্যাম জানা ২১/০৭/২০১৪অসাধারন তানের কবিতা।দারুন বেশ।
-
কবি মোঃ ইকবাল ২০/০৭/২০১৪অসাধারন লিখনী কবি।
-
মঞ্জুর হোসেন মৃদুল ২০/০৭/২০১৪বাহ দারুন লেখনী। ভাল লাগল।
-
মোঃ আল-আমিন ২০/০৭/২০১৪খুব ভালো লাগলো, মুগ্ধ হলাম। ভালোবাসা রেখে গেলাম কবি............।। ধন্যবাদ
-
অনিক সেনগুপ্ত ২০/০৭/২০১৪দূরে থাকলেতো নীড়ের কথা মনে পড়বেই ভাইয়া ।