তোমাকে খুঁজেছি স্বাধীনতা
আমার বোধশক্তির জন্ম থেকেই,
তোমাকে খুঁজেছি স্বাধীনতা।
নতুন দিনের রক্তিম সূর্যের মাঝে,
সদ্যজাত শিশুর ক্রন্দনে,
কিংবা প্রতিবাদের বর্জ কন্ঠে,
কোথায় খুজিনি তোমায়!
তোমাকে খুঁজেছি অঙ্কুরিত বীজে,
খুঁজেছি ন্যায্যতার মাঝে,
ডাস্টবিনের পাশে অভুক্ত শিশুটির মুখে,
খুজেছি প্রভাতফেরীতে,
ভাইয়ের লাশে, ধর্ষিতা বোনের ক্রন্দনে।
অথচ তোমাকে পাইনি!
আজ তোমার নামে রক্তের হলি হয়,
তোমার কোন ভ্রুক্ষেপ নেই!
পরাধীনতারা তোমাকে দেখে অট্টহাসে!
তুমি নিভৃতে করো অশ্রুপাত!
এইতো সেদিন জন্মালে, কত-ই বা বয়স?
তবে কেন তুমি দুর্বল, ভঙ্গুর?
হে স্বাধীনতা, তুমি কি শুধুই পুথিগত?
নাকি পঙ্গু, বধীর?
তোমার জবাব রুদ্ধ হয়েছে কবে?
খুব জানার ইচ্ছে আজ!
(জুন ২৩, ২০১৪, সোমবার)
তোমাকে খুঁজেছি স্বাধীনতা।
নতুন দিনের রক্তিম সূর্যের মাঝে,
সদ্যজাত শিশুর ক্রন্দনে,
কিংবা প্রতিবাদের বর্জ কন্ঠে,
কোথায় খুজিনি তোমায়!
তোমাকে খুঁজেছি অঙ্কুরিত বীজে,
খুঁজেছি ন্যায্যতার মাঝে,
ডাস্টবিনের পাশে অভুক্ত শিশুটির মুখে,
খুজেছি প্রভাতফেরীতে,
ভাইয়ের লাশে, ধর্ষিতা বোনের ক্রন্দনে।
অথচ তোমাকে পাইনি!
আজ তোমার নামে রক্তের হলি হয়,
তোমার কোন ভ্রুক্ষেপ নেই!
পরাধীনতারা তোমাকে দেখে অট্টহাসে!
তুমি নিভৃতে করো অশ্রুপাত!
এইতো সেদিন জন্মালে, কত-ই বা বয়স?
তবে কেন তুমি দুর্বল, ভঙ্গুর?
হে স্বাধীনতা, তুমি কি শুধুই পুথিগত?
নাকি পঙ্গু, বধীর?
তোমার জবাব রুদ্ধ হয়েছে কবে?
খুব জানার ইচ্ছে আজ!
(জুন ২৩, ২০১৪, সোমবার)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পথ কবি ১৯/০৭/২০১৪বেশ ভাল......
-
ডঃ শিপ্রা হালদার ১৯/০৭/২০১৪খুব ভাল লাগল প্রসেঞ্জিত ভাই।।সুন্দর উদ্দীপ্ত প্রশ্ন।।লিখতে থাকো।।শুভেচ্ছা রইলো।।
-
রফছান খাঁন ১৮/০৭/২০১৪ভালো লেগেছে দাদা । প্রশ্ন গুলোর উত্তর কেমন হবে সেটাও নিশ্চয় অন্য কবিতায় লিখবেন ।
-
কবি মোঃ ইকবাল ১৮/০৭/২০১৪বেশ ভালো লাগলো দাদা। শুভেচ্ছা জানবেন। শুভ সকাল।
-
আবু সাহেদ সরকার ১৮/০৭/২০১৪আসরে স্বাগতম কবি। সুন্দর লাগলো আপনার কবিতা। আমার পাতায় আসবেন।