www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অনিশ্চিত ভালোবাসা

ভালো লাগাটা যে কবে, কখন ভালোবাসায় পরিবর্তিত হয়েছিল তা দুজনেই বুঝে উঠতে পারেনি।
বছর খানেক হয়েছে দেবের পরিচয় পাপড়ির সাথে। এই এক বছরে এক দিনও এমন যায় নি যে দিন
তাদের দেখা হয় নি, কথা হয় নি। আজ প্রথম বার, আজ পাপড়ির সাথে দেখা হবে না, কথা হবে না।
সকাল গড়িয়ে দুপুর এখন। রাস্তার যানজট, ভিড়ে ভরা বাস, হাজারো ব্যাস্ততা সত্ত্বেও খুব একা লাগছে
আজ দেবের। হঠাৎ করে মনে হচ্ছে দিন'টা আজ খুব বড়। তবে কি সত্যি দেব ভালোবেসে ফেলেছে
পাপড়ি কে! না কি infatuation মাত্র! তবে আজ এত কষ্ট কেন? কেন এত অসহায়তা? দেব ভেবে পায় না।
পাপড়ি কে কি তবে কল করে বলবে? না কি অপেক্ষা রবে কালকের জন্য! প্রচণ্ড উত্তেজনায় দেব পাপড়ির নাম্বার টা ডায়াল করল... প্রথম রিঙটা শেষ হওয়ার আগেই পাপড়ি'র কণ্ঠস্বর ভেসে এল...
I Miss You দেব... I really miss you.
দেবের আর বুঝতে বাকি রইল না। ফোনের রিসিভারটা কানে নিয়েই কাঁদতে থাকল দেব। পাপড়িও
কাঁদছে অঝোরে...
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৬১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জীবনের একটি এপিসোড।
  • খুব ভাল লিখেছেন কবি।
    ধন্যবাদ জানবেন।
 
Quantcast