তোমার কারণে
তোমার কারণে আজ আমি
হয়েছি সখের কবি,
চাইনি যশ কিংবা খ্যাতি
চেয়েছি শুধু তোকে আমি।
তোমার সাথে একটু দেখা
আলাপনে ছন্দ গাথা,
তোমার মুখের মিষ্টি হাসি
তাই বার বার ছুটে আসি।
কি জানি কোনসে কারণে
হঠাৎ হারিয়ে গেলে,
আজও খুঁজে ফিরি
তোমার স্মৃতির মাঝে।
তুমি নেই পাশে
একাকীত্ব লাগে,
তোমায় নিয়ে আজও কবিতা লিখি
ভাবি এই তুমি আছ সামনে দাড়িয়ে।
হয়েছি সখের কবি,
চাইনি যশ কিংবা খ্যাতি
চেয়েছি শুধু তোকে আমি।
তোমার সাথে একটু দেখা
আলাপনে ছন্দ গাথা,
তোমার মুখের মিষ্টি হাসি
তাই বার বার ছুটে আসি।
কি জানি কোনসে কারণে
হঠাৎ হারিয়ে গেলে,
আজও খুঁজে ফিরি
তোমার স্মৃতির মাঝে।
তুমি নেই পাশে
একাকীত্ব লাগে,
তোমায় নিয়ে আজও কবিতা লিখি
ভাবি এই তুমি আছ সামনে দাড়িয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৫/০৪/২০১৯দারুণ!
-
বিশ্বামিত্র ০৩/০৪/২০১৯কবিতা লেখা তোমারই কারণে! সুন্দর ও ভাল লাগল।
-
আশা মনি ০২/০৪/২০১৯যদিও আমার অত knowledge নাই তাও মনে হচ্ছে "চেয়েছি শুধু তোমাকে আমি" হলে বেশি ভাল হত।
-
জসিম বিন ইদ্রিস ০২/০৪/২০১৯সত্যি তোমার জন্যই এত সুন্দর আয়োজন
-
সাইয়িদ রফিকুল হক ০১/০৪/২০১৯আশাজাগানিয়া।