চরিত্র
চরিত্র, নয় কেবল মাত্র একটি শব্দ,
নয় তিনটি বর্ণের মধ্যে সীমাবদ্ধ।
ইহার গুরুত্ব বেশ,
শত চেষ্টাতেও হয় না নিঃশেষ।
চরিত্র গঠন করে ব্যক্তিত্বকে,
উজ্জ্বল ব্যক্তিত্ব গঠন করে পরিচ্ছন্ন সমাজ।
সমাজে সদা বিদ্যমান,
কুচরিত্র এবং সচ্চরিত্র চরিত্রবান।
সচ্চরিত্রবান আলোকিত করে সমাজ,
গর্বে পিঠ চাপরায় পরিবার,
চরিত্র দ্বারাই সব বিকশিত হয়
উমোচিত হয় এক নতুন দ্বার।
বাধা আসে, হয়তো ক্ষনিকেই যায়,
কোন বাধাই পারে না মাথা নোয়াবার।
কুচরিত্র দ্বারাই কলুষিত হয় প্রাণ,
আসে গঞ্জনা, আশে অপমান।
সততার লেবাস গায়ে চরে
অন্ধকারে সদা বসবাস।
ক্ষনিকের স্ফুলিঙ্গ,
তবু বৃথা অহংকার।
আয় মত অনেক হয়েছে
আয় ফিরে আয় আলোতে,
একটাই জীবন ধরাতে
বৃথা সময় না হারায়ে,
আপন চরিত্র করি সচ্চরিত্রবান
উজ্জ্বল করি নিজেরে।
তোমায় দেখে আরও অনেকে
আলোকিত হবে সমাজে।
নয় তিনটি বর্ণের মধ্যে সীমাবদ্ধ।
ইহার গুরুত্ব বেশ,
শত চেষ্টাতেও হয় না নিঃশেষ।
চরিত্র গঠন করে ব্যক্তিত্বকে,
উজ্জ্বল ব্যক্তিত্ব গঠন করে পরিচ্ছন্ন সমাজ।
সমাজে সদা বিদ্যমান,
কুচরিত্র এবং সচ্চরিত্র চরিত্রবান।
সচ্চরিত্রবান আলোকিত করে সমাজ,
গর্বে পিঠ চাপরায় পরিবার,
চরিত্র দ্বারাই সব বিকশিত হয়
উমোচিত হয় এক নতুন দ্বার।
বাধা আসে, হয়তো ক্ষনিকেই যায়,
কোন বাধাই পারে না মাথা নোয়াবার।
কুচরিত্র দ্বারাই কলুষিত হয় প্রাণ,
আসে গঞ্জনা, আশে অপমান।
সততার লেবাস গায়ে চরে
অন্ধকারে সদা বসবাস।
ক্ষনিকের স্ফুলিঙ্গ,
তবু বৃথা অহংকার।
আয় মত অনেক হয়েছে
আয় ফিরে আয় আলোতে,
একটাই জীবন ধরাতে
বৃথা সময় না হারায়ে,
আপন চরিত্র করি সচ্চরিত্রবান
উজ্জ্বল করি নিজেরে।
তোমায় দেখে আরও অনেকে
আলোকিত হবে সমাজে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১২/০২/২০১৯nice
-
দীপঙ্কর বেরা ০৮/০২/২০১৯বেশ বেশ
-
কে. পাল ০৭/০২/২০১৯Bess
-
মোঃ ফাহাদ আলী ০৭/০২/২০১৯বেশি ভালো হওয়া চাই
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০২/২০১৯ভালো।