জীবনের মানে কি
জীবনের মানে কি?
কান্না নাকি হাসি
যুদ্ধ করে বেঁচে থাকা,
নাকি অভিনয় নামক প্রতিভা দিয়ে
সকালের মন যুগিয়ে চলা।
আমি ভাবি আর হাসি
কখনও কখনও কেঁদে মনকে সান্ত্বনা দেই,
তুমি যেমন আছ,
বেশতো আছ।
বেশী দুর নয়
তোমার পাশেই চেয়ে দেখ.....
দেখ ফুটপাথ হয়েছে কারো বিছানা,
দুমুঠো ভাত অনেকেরই জোটে না ।
ভিক্ষার হাত পেতে কেউ ছুটছে
এই বাড়ি থেকে ওই বাড়ি,
লাঠিতে ভর দিয়ে অজ্ঞাত কত শত ।
সেই তুলনায় তুমি তো আছ বেশ ।
আমি তো বেশ আছি
সেই ভাবনায় নিরবে ভাবি,
কি লাভ অন্যকে ঠকিয়ে?
আমার কাছের বন্ধু থেকে সহকর্মী
কাছের মানুষ থেকে প্রতিবেশী
যে যেমন পারছে ঠকিয়ে চলছে ।
কথার চালে সবাই গুটিবাজ।
স্বার্থপরতা নয় সকলেই স্বার্থে আপন,
সেই কাজটি সেরে নিচ্ছে সবাই নিখুঁত ভাবে।
কে বড়?
তুমি না আমি
কত জেড়া জেড়ি
হাতাহাতি কষাকষি
মাপামাপি দাপাদাপি
তোমার সাথে আমি না
আমার সাথে তুমিও না
তবে কেন এত বাড়াবাড়ি।
আমার মত আমি বেশ তো আছি।
তোমার আলোয় তুমি আলোকিত হও
আমাকে আমার মত থাকতে দাও।
আমি আমার আলোতে সীমাবদ্ধ
থাকতে চাই আপনার মত ।
আমি বন্ধু তোমাকেও চাই
পাশে থাকবে অবিরাম
তুমি আমি দুই সমান
একে অন্যের সাথি
এক হাতিয়ার ।
কান্না নাকি হাসি
যুদ্ধ করে বেঁচে থাকা,
নাকি অভিনয় নামক প্রতিভা দিয়ে
সকালের মন যুগিয়ে চলা।
আমি ভাবি আর হাসি
কখনও কখনও কেঁদে মনকে সান্ত্বনা দেই,
তুমি যেমন আছ,
বেশতো আছ।
বেশী দুর নয়
তোমার পাশেই চেয়ে দেখ.....
দেখ ফুটপাথ হয়েছে কারো বিছানা,
দুমুঠো ভাত অনেকেরই জোটে না ।
ভিক্ষার হাত পেতে কেউ ছুটছে
এই বাড়ি থেকে ওই বাড়ি,
লাঠিতে ভর দিয়ে অজ্ঞাত কত শত ।
সেই তুলনায় তুমি তো আছ বেশ ।
আমি তো বেশ আছি
সেই ভাবনায় নিরবে ভাবি,
কি লাভ অন্যকে ঠকিয়ে?
আমার কাছের বন্ধু থেকে সহকর্মী
কাছের মানুষ থেকে প্রতিবেশী
যে যেমন পারছে ঠকিয়ে চলছে ।
কথার চালে সবাই গুটিবাজ।
স্বার্থপরতা নয় সকলেই স্বার্থে আপন,
সেই কাজটি সেরে নিচ্ছে সবাই নিখুঁত ভাবে।
কে বড়?
তুমি না আমি
কত জেড়া জেড়ি
হাতাহাতি কষাকষি
মাপামাপি দাপাদাপি
তোমার সাথে আমি না
আমার সাথে তুমিও না
তবে কেন এত বাড়াবাড়ি।
আমার মত আমি বেশ তো আছি।
তোমার আলোয় তুমি আলোকিত হও
আমাকে আমার মত থাকতে দাও।
আমি আমার আলোতে সীমাবদ্ধ
থাকতে চাই আপনার মত ।
আমি বন্ধু তোমাকেও চাই
পাশে থাকবে অবিরাম
তুমি আমি দুই সমান
একে অন্যের সাথি
এক হাতিয়ার ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আভিক শ্যাম ১৫/০৮/২০১৮সুন্দর লেখা
-
মধু মঙ্গল সিনহা ১৫/০৮/২০১৮খুব সুন্দর!ধন্যবাদ কবিবন্ধু। শুভেচ্ছা জানবেন।