প্রশ্ন
আকাশকে প্রশ্ন করি বাবে বারে
তুমি কার বল আমারে?
তুমি কি তার না আমার?
নাকি সকলের তবে
বলবে কি মোরে?
তোমার সৃষ্টি কোথা থেকে
কেমন করে এলে ধরনীতে,
বন্ধু হয়ে থাক পাশে
মাথার উপর শীতল ছায়া দিয়ে
বলবে কি মোরে?
রাতের আঁধারে চেয়ে দেখি
তোমায় লাগে কত সুন্দরী,
তারা জ্বলা সেই গভীর রাতে
থাকে না মন আমার ঘরেতে
বলবে কি মোরে?
শরতে তুমি কত মনোহরো
চেয়ে থাকি তোমার পানে,
তোমার অপূর্ব সুন্দরতা
আমার মনটা শুধুই দোলে
বলবে কি মোরে?
তুমি কার বল আমারে?
তুমি কি তার না আমার?
নাকি সকলের তবে
বলবে কি মোরে?
তোমার সৃষ্টি কোথা থেকে
কেমন করে এলে ধরনীতে,
বন্ধু হয়ে থাক পাশে
মাথার উপর শীতল ছায়া দিয়ে
বলবে কি মোরে?
রাতের আঁধারে চেয়ে দেখি
তোমায় লাগে কত সুন্দরী,
তারা জ্বলা সেই গভীর রাতে
থাকে না মন আমার ঘরেতে
বলবে কি মোরে?
শরতে তুমি কত মনোহরো
চেয়ে থাকি তোমার পানে,
তোমার অপূর্ব সুন্দরতা
আমার মনটা শুধুই দোলে
বলবে কি মোরে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৪/০৫/২০১৮বেশ সুন্দর তো !
-
পবিত্র চক্রবর্তী ১৪/০৫/২০১৮দ্বিতীয় অনুচ্ছেদে এলো ধরনীতে হবে । প্রথম অনুচ্ছেদের পর বাকী অনুচ্ছেদগুলিতে বলবে কি মোরে - এর প্রয়োগ প্রাসঙ্গিক । তবে বলবে কি মোরে-এর ব্যবহার করতে গেলে আগের লাইনের বক্তব্যের বিষয় যেন সঠিক ভাবে প্রয়োগ করা হয় । আর প্রশ্নের জায়গায় সেই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা উচিৎ ।
ছন্দটা আরো মজবুত হতে হবে ।
এলো শব্দ হবে এলে না হয়ে ।
কবিতায় বক্তব্য সুন্দর ॥ -
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৩/০৫/২০১৮দারুন।
-
সাঁঝের তারা ১৩/০৫/২০১৮ভালো