আমার যত পাগলামী
সুরহারা শিল্পী আমি
গল্পহারা গল্পকার,
নায়িকা ছাড়া নায়ক আমি
কোথায় আমার অহংকার ।
পথহারা পথিক আমি
পথের ঠিকানা জানিনা,
প্রতিবাদী মনটা আমার
শাসন বারণ মানিনা।
আজকে আমি দিশেহারা
করছি শুধু মাতলামি,
সব হারিয়ে নিঃস্ব আমি
আমার যত পাগলামী ।
গল্পহারা গল্পকার,
নায়িকা ছাড়া নায়ক আমি
কোথায় আমার অহংকার ।
পথহারা পথিক আমি
পথের ঠিকানা জানিনা,
প্রতিবাদী মনটা আমার
শাসন বারণ মানিনা।
আজকে আমি দিশেহারা
করছি শুধু মাতলামি,
সব হারিয়ে নিঃস্ব আমি
আমার যত পাগলামী ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৪/০৫/২০১৮অসাধারণ লেগেছে।
-
পি পি আলী আকবর ১৩/০৫/২০১৮ভালো হয়েছে
-
পবিত্র চক্রবর্তী ১৩/০৫/২০১৮ভালো । তবে আরো ভালোর আশারাখি ॥
-
ন্যান্সি দেওয়ান ১২/০৫/২০১৮Beautiful.