এখন আমি
স্বপ্ন কতই দেখি
ইচ্ছে মতন রঙ্গিন করে
যেমন খুশি তেমন আঁকি।
সময় পেলে আগে কত
ডানা মেলে উড়েছি
সেসব এখন হয় না আমার
ডানা খুলে রেখেছি।
আগের মতন নিজেকে আর
স্বাধীন মনে হয় না,
আগের মতন বন্ধুরা কেউ
সঙ্গ দিতে চায় না ।
বয়স হয়েছে আর কটা দিন
তার পরে যে মুক্তি,
ডানা মেলে উড়বো আবার
সেটা নিয়েই স্বস্থি।
ইচ্ছে মতন রঙ্গিন করে
যেমন খুশি তেমন আঁকি।
সময় পেলে আগে কত
ডানা মেলে উড়েছি
সেসব এখন হয় না আমার
ডানা খুলে রেখেছি।
আগের মতন নিজেকে আর
স্বাধীন মনে হয় না,
আগের মতন বন্ধুরা কেউ
সঙ্গ দিতে চায় না ।
বয়স হয়েছে আর কটা দিন
তার পরে যে মুক্তি,
ডানা মেলে উড়বো আবার
সেটা নিয়েই স্বস্থি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৮/০৪/২০১৮সত্য কথাগুলোকেই চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন।
-
লুৎফুল হক স্মরণ ১৭/০৪/২০১৮সত্যি বন্ধুরা আর আগের মতো সময় দেয় না । একটা সময় হয়তো এটাই মনে হয়। হয়তো তাই স্বাভাবিক। ভাল লিখেছেন।
-
মুহঃ আবু তালেব ১৭/০৪/২০১৮ভাল লাগলো
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৬/০৪/২০১৮অসাধারণ