পরিনীতা
পরিনীতা
-রনি বিশ্বাস
তুমি স্বপ্ন বোনো
আমি স্বপ আঁকি
তুমি গান কর,
আমি লিখি।
তুমি আকাশ ছুতে চাও
আমি এগিয়ে দেই
তুমি উড়তে চাও
আমি দেখি।
এটা ভালবাসা
তোমার প্রতি সখ্যতা
যে যাই ভাবুক
কিবা বলে যাক
তুমি আমার পরিনীতা।
-রনি বিশ্বাস
তুমি স্বপ্ন বোনো
আমি স্বপ আঁকি
তুমি গান কর,
আমি লিখি।
তুমি আকাশ ছুতে চাও
আমি এগিয়ে দেই
তুমি উড়তে চাও
আমি দেখি।
এটা ভালবাসা
তোমার প্রতি সখ্যতা
যে যাই ভাবুক
কিবা বলে যাক
তুমি আমার পরিনীতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ২৮/০১/২০১৮
-
শ্যাম রাজ(শ্রী রাধাশ্যাম জানা) ২৭/০১/২০১৮সুন্দর বেশ
-
কে. পাল ২৭/০১/২০১৮বেশ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২৭/০১/২০১৮সুন্দর ভাবনা
খুবই সুন্দর অনুভূতির প্রকাশ।
অভিনন্দন জানাই।