মা
আমার ছোট্ট ছোট্ট যাঞ্ছা সকল
হে পরম করুণাময় তুমি,
সকলই করিয়াছ পূর্ণ
কোনই অপূর্ণতা রাখ নাই আমি মানি।
কিন্তু যাহা প্রয়োজন বলে ভাবি নাই
খুবই প্রয়োজন ছিল যাহা,
এক দিন হারাইয়া ফেলিব
আমি স্বপ্নেও ভাবি নাই তাহা ।
একটি বর্ণ আবার একটিই শব্দ
আমায় করিয়াছে জব্দ,
মা তুমি নিরুদ্দেশে
তোমার স্বরণে আজ আমি স্তব্ধ ।
আজ তুমি নাই
আমি কাঙাল তাই,
তোমার শূন্যস্থান ইহকাল
পূর্ণ করিবার কেহ নাই ।
কি ছিলে তুমি
সে কেবল আমিই জানি,
কোটি পূর্ণে অর্জিত
অমূল্য রত্নমনি।
মা
রনি বিশ্বাস
প্রকাশকাল : ০৩/১১/২০১৭, শুক্রবার
হে পরম করুণাময় তুমি,
সকলই করিয়াছ পূর্ণ
কোনই অপূর্ণতা রাখ নাই আমি মানি।
কিন্তু যাহা প্রয়োজন বলে ভাবি নাই
খুবই প্রয়োজন ছিল যাহা,
এক দিন হারাইয়া ফেলিব
আমি স্বপ্নেও ভাবি নাই তাহা ।
একটি বর্ণ আবার একটিই শব্দ
আমায় করিয়াছে জব্দ,
মা তুমি নিরুদ্দেশে
তোমার স্বরণে আজ আমি স্তব্ধ ।
আজ তুমি নাই
আমি কাঙাল তাই,
তোমার শূন্যস্থান ইহকাল
পূর্ণ করিবার কেহ নাই ।
কি ছিলে তুমি
সে কেবল আমিই জানি,
কোটি পূর্ণে অর্জিত
অমূল্য রত্নমনি।
মা
রনি বিশ্বাস
প্রকাশকাল : ০৩/১১/২০১৭, শুক্রবার
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Rabia Onti ১০/১১/২০১৭সুন্দর
-
সাঁঝের তারা ০৩/১১/২০১৭বেশ ভালো
-
সোলাইমান ০৩/১১/২০১৭ভালো লিখেছেন কবি।।।
-
মধু মঙ্গল সিনহা ০২/১১/২০১৭মা অমূল্য সত্যি।
-
রইস উদ্দিন খান আকাশ ০২/১১/২০১৭মা এমনি